রান্নাঘর থেকে যে জিনিসগুলো একেবারে ফুরিয়ে গেলে সংসারে দুর্গতি নেমে আসে

দৈনন্দিন জীবনে অপরিহার্য অঙ্গটি হলো রান্নাঘর। মহিলাদের জন্য এই ঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমরা সকলেই জানি রান্নাঘরে ব্রহ্মা এবং দেবী অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর বাসস্থান, রান্নাঘরকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।

রান্নাঘরে কখনোই ময়লা জমতে দিতে নেই, এতে দেবতারা রুষ্ট হন ও সংসার জীবনে নেমে আসে দুর্গতি। এছাড়াও কয়েকটি নিয়ম রয়েছে যেগুলো আমাদের মেনে চলা উচিত। যেমন রান্নাঘরে এমন কয়েকটি জিনিস রয়েছে যা কখনও একেবারে শেষ হতে দিতে নেই, অল্প কিছুটা বাকি থাকতেই নিয়ে আসতে হয়।

👉🏻 কি সেই জিনিস গুলো:-

জল: বলা হয়েছে রান্নাঘরে জলের ভাঁড়ার কখনো শেষ হতে দিতে নেই। বেশিভাগ রান্নাঘরে এখন কলের ব্যবস্থা রয়েছে তা সত্ত্বেও এক বালতি বা কোন একটি জলের পাত্র রাখতেই হবে।

লবণ: রান্নাঘর থেকে কখনই একেবারে নুন শেষ হতে দেবে না এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। মনে করা হয় এতেই মা লক্ষ্মীর বাস। তাই লবণ শেষ হয়ে গেলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

চাল: রান্না ঘরে চাল ফুরিয়ে যাওয়া খুবই খারাপ লক্ষণ। চাল শেষ হয়ে যাওয়ার আগেই জোগান দিতে হয়। কিন্তু চালের ভাড়ার যদি পরিপূর্ণ থাকে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সর্বদা বর্ষিত হয়।

হলুদ: হলুদ একটি অত্যন্ত শুভ দ্রব্য। তাই রান্নাঘরে যাতে হলুদ একেবারে শেষ না হয়ে যায়, সেদিকে নজর দিতে হবে।

👉 উপরিক্ত তথ্যটি শ্রীমতি অপালা জ্যোতিষীর থেকে সংগ্রহীত।