জানেন কতদিন সিম কার্ড বন্ধ রাখলে সেই নম্বর অন্যের হয়ে যেতে পারে?

সিম কার্ড কতদিন বন্ধ রাখলে তা অন্যের হয়ে যেতে পারে

আজকাল প্রতিটি মানুষের হাতেই মোবাইল রয়েছে আর এর জন্য দরকার একটি সিমকার্ড (SIM Card)। আবার সেই সিমকে চালু রাখতে নিয়মিত রিচার্জও (Recharge) করতে হয়। কেউ কেউ আবার একাধিক সিম নম্বর ব্যবহার করেন। কিন্তু প্রাথমিকভাবে বেশিরভাগ মানুষ একটিমাত্র সিম ব্যবহার করে। আর এমন পরিস্থিতিতে অনেকেই তারা তাদের দ্বিতীয় নম্বরটি রিচার্জ করতে ভুলে যান।

আসলে দীর্ঘসময় ধরে যদি দ্বিতীয় নম্বরটি বন্ধ হয়ে থাকে তাহলে এটি কোম্পানির তরফে অন্য ব্যক্তির কাছে স্থানান্তরিত করা হয়। ফলে আপনার প্রয়োজনীয় নম্বর অন্য কারোর হয়ে যেতে পারে। কিন্তু অনেকেই জানেন না যে ওই নাম্বার কতদিন রিচার্জ না করলে, তা অন্যের হয়ে যেতে পারে? এবার সেই বিষয়ে জেনে নেওয়া যাক। 

আজকাল বেশিরভাগ মানুষ ডুয়াল সিমকার্ড ব্যবহার করেন। এরমধ্যে একটি পরিবারের জন্য ও আরেকটি অন্য কাজের জন্য। আর এদিকে যারা দ্বিতীয় সিমটি শুধুমাত্র জরুরী সময়ের জন্য রাখেন এবং দীর্ঘ সময়ের জন্য যদি রিচার্জ না করেন, তাহলে ওই নম্বরটি অন্য ব্যক্তির কাছে স্থানান্তরিত করা হয়।

সিম ট্রান্সফার করার আগে কোম্পানিগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যখন কেউ ৬০ দিনের মধ্যেও সিমে রিচার্জ করে না, তখন সেই সিমটিকে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়। এরপরও ৬ থেকে ৯ মাস সময় দেওয়া হয়, যাতে ওই নম্বরটি রিচার্জ করে পুনরায় চালু করার জন্য।

Image

রিচার্জ করার পরও যদি কেউ সিম ব্যবহার না করে, তাহলে কোম্পানি সতর্কবার্তা দেয়। এরপর সেই সিম ব্যবহার না হলে শেষ পর্যন্ত সিমের মেয়াদ শেষ করার প্রক্রিয়া শুরু করে দেয় সিম কোম্পানি। কয়েক মাসের মধ্যেই সেই নম্বরটি অন্য কোন ব্যক্তির কাছে স্থানান্তরিত করা হয়। আর এই প্রক্রিয়াটি প্রায় ১ বছর পর্যন্ত সময় নেয়। অর্থাৎ অন্যজনের কাছে সিম ট্রান্সফার হতে পুরো ১ বছর সময় লাগে।