GK প্রশ্ন : কোন প্রাণী মানুষকে কামড়ালে সেই প্রাণীটাই মারা যায়?

এমন কোন প্রাণী যে মানুষকে কামড়িয়ে নিজেই মারা যায়?

General Knowledge Quiz : এই পৃথিবীতে মানুষকে দংশনকারী প্রাণী অনেক রয়েছে। যাদের কামড়ে প্রতিবছর অনেক মানুষের মৃত্যু হয়। তবে এমন একটি প্রাণী আছে যে মানুষকে কামড়ালে সে নিজেই মারা যায়, জানেন সেটি কোন প্রাণী? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে, এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

১) প্রশ্নঃ ই-মেইলের আবিষ্কারক একজন ভারতীয়, জানেন তার নাম?
উত্তরঃ শিবা আয়্যাদুরাই (Siva Ayyadurai) নামের একটি ছেলে মাত্র ১৪ বছর বয়সে ই-মেইলের আবিষ্কার করেছিলেন (১৯৭৮ সাল)।

 

২) প্রশ্নঃ বলুন তো কত সেকেন্ডে একদিন হয়? (এই ধরনের প্রশ্ন আসতেই পারে ইন্টারভিউতে)
উত্তরঃ ৮৬৪০০ সেকেন্ডে একদিন হয়।

৩) প্রশ্নঃ শ্রীলঙ্কা (Sri Lanka) দেশে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে?
উত্তরঃ শ্রীলঙ্কা দেশে বৌদ্ধ ধর্মের মানুষেরা বেশি বসবাস করে।

৪) প্রশ্নঃ জানেন মাথার উপর যখন চাঁদ থাকে তখন কি হয়?
উত্তরঃ মাথার উপর চাঁদ থাকলে তখন কিছুটা শরীরের ওজন কমে যায়।

৫) প্রশ্নঃ বলুন তো রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
উত্তরঃ রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)।

Sphygmomanometer - Wikipedia

৬) প্রশ্নঃ যে নারীর হিংসা নেই তাকে এক কথায় কী বলা হয়?
উত্তরঃ হিংসা নেই এমন নারীকে বলা হয় অনুসূয়া।

৭) প্রশ্নঃ মাঝেমধ্যে রক্ত দান করলে কোন রোগ ভালো হয়ে যায়?
উত্তরঃ মাঝেমধ্যে রক্ত দান করলে, রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে গিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়।

৮) প্রশ্নঃ জানেন এক চা চামচ মধু তৈরি করতে কতগুলি মৌমাছির সারা জীবন লেগে যায়?
উত্তরঃ মাত্র ১ চা-চামচ মধু তৈরি করতে বারোটি মৌমাছির সারা জীবন লেগে যায়।

৯) প্রশ্নঃ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু (Jagdish Chandra Bose) কোন গাছ দেখে বলেছিলেন যে গাছের প্রাণ আছে?
উত্তরঃ লজ্জাবতী গাছ দেখে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে।

Image

১০) প্রশ্নঃ কোন প্রাণী মানুষকে কামড়ালে সেই প্রাণীটাই মারা যায়?
উত্তরঃ আসলে মৌমাছি যখন আমাদের শরীরে কামড়াবার সময় হুল ফোটায়, তখন তাদের শরীরের কিছুটা অংশ ছিঁড়ে চলে আসে, যার জন্য ওই মৌমাছিটির মৃত্যু হয়।