GK প্রশ্ন : পশ্চিমবঙ্গে এমন কী আছে যা গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড়?

এশিয়ার কোন বৃহত্তম জিনিসটি পশ্চিমবঙ্গে রয়েছে?

General Knowledge Quiz : আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে সংস্কৃতির রাজ্য বলা হয়। এই রাজ্যে এমন কিছু রয়েছে যা ভারত তথা এশিয়ার মধ্যেও বিখ্যাত। তবে আপনি এ সম্পর্কে দু-একটি উদাহরণ দিতে পারবেন? যদি না জানা থাকে, তাহলে এই প্রতিবেদনের তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত পড়ুন।

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের পাসপোর্ট সবচাইতে দুর্বল?
উত্তরঃ আফগানিস্তানের পাসপোর্ট সবচেয়ে দুর্বল। আর শক্তিশালী পাসপোর্ট রয়েছে সিঙ্গাপুরের দখলে।

Image

২) প্রশ্নঃ জানেন পানৌতি শব্দের অর্থ কী?
উত্তরঃ পানৌতি শব্দের অর্থ হলো অশুভ লক্ষণ বা দুর্ভাগ্যকে বোঝায়।

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের কারাগারের বন্দীরা সবচেয়ে বেশি টাকা মজুরি পান?
উত্তরঃ কর্ণাটকের বন্দীরা সবচেয়ে বেশি টাকা মজুরি পান।

৪) প্রশ্নঃ জানেন WiFi এর পূর্ণরূপ কী?
উত্তরঃ WiFi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.

৫) প্রশ্নঃ মাদার টেরিজা কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ মাদার টেরিজা বিশ্বের দারিদ্র্য ও দুর্দশা কাটিয়ে উঠতে সংগ্রামে গৃহীত কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।

৬) প্রশ্নঃ সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে বায়ুমন্ডলের কোন স্তর?
উত্তরঃ ওজোন স্তর সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে।

Image

৭) প্রশ্নঃ পেট্রোলে কোন ধাতু মেশানো হয়?
উত্তরঃ পেট্রোলে মেশানো হয় সীসা।

৮) প্রশ্নঃ কোন দেশে নোকিয়া নামে একটি শহর আছে?
উত্তরঃ ফিনল্যান্ডে নোকিয়া নামে একটি শহর আছে।

৯) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়েছিল?
উত্তরঃ কলকাতা শহরে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছিল।

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে এমন কী আছে যা গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সোনাগাছি এশিয়ার বৃহত্তম রেড-লাইট এরিয়া। হাওড়া হোলসেল মাছের বাজার এশিয়ার বৃহত্তম মাছের বাজার। এছাড়াও আসানসোলের জুবলি পেট্রোল পাম্প এশিয়ার বৃহত্তম পেট্রোল পাম্প ইত্যাদি।