রান আউট থেকে শুরু করে নো বোলের এই ৬ নিয়মের পরিবর্তন করেছে আইসিসি

আইসিসির নিয়ম তৈরি করার কাজ মেরিলিবোর্ণ ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি করে থাকে। ক্রিকেটের নিয়মগুলি পরিবর্তনের সময় কখনো কখনো ব্যাটসম্যানদের পক্ষে আবার কখনো বোলারদের পক্ষে বিশেষ সুবিধা হয়ে ওঠে। যাইহোক আই সি সির দ্বারা নতুন নিয়ম গুলি ২০২২ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে লাগু হবে। এবার জেনে নেওয়া যাক এই নতুন নিয়মগুলি সম্পর্কে।

১) ক্রিকেটের নতুন নিয়ম অনুসারে যখন কোন ব্যাটসম্যান ক্যাচ আউট হবেন তখন নতুন ব্যাটসম্যান পরের বলের মুখোমুখি হওয়ার জন্য স্ট্রাইটে আসবে। এদিকে অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান ক্যাচ নেয়ার সময় অর্ধেক ক্রিজ পার হলেও নতুন নিয়ম চালু হবে।

২) করোনা আবহে যখন ক্রিকেট আবারও চালু হয়েছিল তখন বলের উপর লালা বা থুতু প্রয়োগ করার অনুমতি ছিল না। বলের উপর থুথু বা ঘাম লাগালে বোলাররা সুইং পায়, কিন্তু গবেষণায় এমন কিছুই পাওয়া যায়নি। তাই নতুন নিয়মে বলের উপর থুথু নিষিদ্ধ করা হয়েছে।

৩) একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর ক্রিজে অন্য ব্যাটসম্যান আসার জন্য সর্বোচ্চ ২ মিনিট সময় পাবেন। এই নিয়ম শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে প্রযোজ্য হবে। অন্যদিকে টি-টোয়েন্টিতে এই সময়সীমা মাত্র ৯০ সেকেন্ড।

৪) অতীতে ম্যাচ চলাকালীন ফিল্ডিং দলের কোনও সদস্য যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে সেই বলটিকে ডেড বল হিসেবে ঘোষণা করা হতো। এর জন্য অনেক সময় ব্যাটসম্যানকে ভুগতে হয়েছে। এবার এই কাজটি অনিচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা তা বিচার করে দেখা হবে এবং প্রমাণিত হলে ব্যাটিং দলকে অতিরিক্ত ৫ রান দেওয়া হবে।

৫) ম্যাচ চলাকালীন বোলার বল করার আগে নন-স্ট্রাইকারকে রান আউট করা বৈধ বলে বিবেচিত হবে। একে ক্রিকেটের ভাষায় মানকাডিং আউট বলে। যেভাবে আইপিএলে ম্যাচে নন-স্ট্রাইক এন্ডে থাকা জস বাটলারকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এখন এটি সম্পূর্ণ বৈধ।

৬) ২০২২ সালের জানুয়ারিতে আইসিসি টি-টোয়েন্টি ম্যাচের স্লো ওভার রেটের নিয়ম কার্যকর করে। এই অবস্থায় শেষ কয়েক ওভারে ৩০ গজের ভেতরে অতিরিক্ত ফিল্ডার রাখতে হয় দলকে। এখন থেকে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটে এই নিয়ম প্রযোজ্য হবে।