মজার GK কুইজ: বলুন তো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দী থাকে?

জানেন মানুষ খাঁচায় বন্দী হয় কোন প্রাণীর ভয়ে?

General Knowledge Quiz: কথাতেই আছে জানার কোন শেষ নেই! তাই অজানাকে জানতে সাধারণ জ্ঞানের কোন বিকল্প হয়না। এছাড়া আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এগুলি মানুষের পড়তেও ভালোবাসে এবং মনে রাখার জন্য মুখস্তও করতে হয় না। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল — এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ মৌর্য সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম।

২) প্রশ্নঃ ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তরঃ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

৩) প্রশ্নঃ মোটর গাড়ি থেকে কোন গ্যাস নির্গত হয়?
উত্তরঃ কার্বন-মনোক্সাইড।

৪) প্রশ্নঃ বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি কোন মহাসাগরে অবস্থিত?
উত্তরঃ আটলান্টিক মহাসাগর।

৫) প্রশ্নঃ ভারতে হীরার খনি কোন কোন রাজ্যে রয়েছে?
উত্তরঃ ছত্রিশগড় এবং অন্ধ্রপ্রদেশ।

৬) প্রশ্নঃ কোন ভারতীয় নেতা সতীদাহ প্রথা বন্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

৭) প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত গাইতে সর্বোচ্চ কত সময় লাগে?
উত্তরঃ ৫২ সেকেন্ড।

৮) প্রশ্নঃ কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়?
উত্তরঃ ভুটান — যে কারণে দেশটি ড্রাগনের দেশ নামেও পরিচিত।

৯) প্রশ্নঃ নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ মাছ উৎপাদন।

১০) প্রশ্নঃ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ পরেশনাথ পাহাড় (১৩৫০ মিটার)।

Image

১১) প্রশ্নঃ ভারতের পেশাদার টি-টোয়েন্টি লিগ-কে কি বলা হয়?
উত্তরঃ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)।

১২) প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম রং কোনটি?
উত্তরঃ উজ্জ্বল গোলাপী।

১৩) প্রশ্নঃ উত্তর প্রদেশ আগে কি নামে পরিচিত ছিল?
উত্তরঃ যুক্ত প্রদেশ।

১৪) প্রশ্নঃ কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড।

১৫) প্রশ্নঃ কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দী থাকে?
উত্তরঃ প্রাণীটি হল মশা আর খাঁচা মানে হলো মশারি।