মানুষ এবং কোন প্রাণীর দেহে সমান সংখ্যক হাড় রয়েছে?

কোন প্রাণীর দেহে মানুষের মতোই সম সংখ্যক হাড় রয়েছে?

General Knowledge Quiz : প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি থাকে। স্কুল কলেজ ভর্তির জন্য হোক বা কোন সরকারি বা বেসরকারি চাকরির লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। তাই নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স হোক সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ কোন গ্যাসের কারণে ফ্রিজের জল ঠান্ডা হয়?
উত্তরঃ অ্যামোনিয়া গ্যাসের কারণে ফ্রিজের জল ঠান্ডা হয়।

২) প্রশ্নঃ পান তৈরি করতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উত্তরঃ খয়ের কাঠ।

৩) প্রশ্নঃ মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে কাকে বিবেচনা করা হয়?
উত্তরঃ শিম্পাঞ্জিকে।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে পেঁয়াজ সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
উত্তরঃ ভারতবর্ষে।

৫) প্রশ্নঃ কোন গ্যাসটি ১৫ মিনিটেরও কম সময়ে একজন মানুষকে মেরে ফেলতে পারে?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৬) প্রশ্নঃ বিমানের টায়ারে কোন গ্যাস ভরা থাকে?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস।

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
উত্তরঃ নরওয়ে দেশ।

৮) প্রশ্নঃ কোন প্রাণী জিহ্বার বদলে পা দিয়ে সবকিছুর স্বাদ নেয়?
উত্তরঃ প্রজাপতি।

৯) প্রশ্নঃ সোনার বিশুদ্ধতা পরিমাপের একক কী?
উত্তরঃ ক্যারাট।

১০) প্রশ্নঃ সিংহের মতো গর্জন করতে পারে কোন পাখি?
উত্তরঃ উটপাখি।

১১) প্রশ্নঃ কার স্মরণে ভারতীয় নারী দিবস পালিত হয়?
উত্তরঃ ভারত প্রতি বছর ১৩ই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিনকে ভারতের জাতীয় নারী দিবস হিসেবে পালন করে। তিনি ভারতের ‘নাইটিঙ্গেল’ নামেও পরিচিত।

১২) প্রশ্নঃ ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ সি.কে. নাইডু (১৯৩২ সাল), যিনি উইজডেন কর্তৃক ১৯৩৩ সালে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।

১৩) প্রশ্নঃ কোন পাখিটি বাঘের মতো শব্দ করতে পারে এবং কোথায় পাওয়া যায়?
উত্তরঃ বিটার্ন (Bittern) নামক একটি পাখি রয়েছে যা বাঘের মতো শব্দ করতে পারে এবং এটি দক্ষিণ আমেরিকার পাওয়া যায়।

১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘মন্দিরের পবিত্র ভূমি’ বলা হয়?
উত্তরঃ তামিলনাড়ুকে মন্দিরের পবিত্র ভূমি বলা হয়।

১৫) প্রশ্নঃ মানুষ এবং কোন প্রাণীর দেহে সমান সংখ্যক হাড় রয়েছে?
উত্তরঃ মানুষ এবং জিরাফের দেহে সমান সংখ্যক হাড় রয়েছে (২০৬টি)।