IPL: জানেন চিয়ারলিডাররা আইপিএল থেকে কত টাকা বেতন পান?

IPL Cheerleaders: আইপিএলে আবারও চিয়ারলিডারদের ফিরতে দেখা গেছে। প্রতিটি ম্যাচেই বাউন্ডারির ধারে নিজের দলকে সমর্থন করছেন তারা। দলের জার্সি অনুযায়ী পোশাক পরে ব্যাটসম্যানদের প্রত্যেক চার-ছক্কায় কিংবা বোলারদের উইকেট পেতেই তাদের নাচতে দেখা যাচ্ছে। কিন্তু জানেন  আইপিএল থেকে তারা কত টাকা আয় করেন? 

Image

আইপিএলের প্রতিটি দল চিয়ারলিডারদের একই অঙ্কের বেতন দেয়না। এও জানা গেছে, তারা প্রতি ম্যাচ পিছু টাকা পেয়ে থাকেন। এমনকি ম্যাচ জিতলেও তারা আলাদা করে বোনাস পান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চিয়ারলিডারদের ইউরোপের মত দেশগুলি থেকে আনা হয়। তবে এরা প্রত্যেকেই সুশিক্ষিত এবং নিজেদের পড়াশোনার খরচ চালাতে এই ধরনের পেশা বেছে নেন।

চিয়ারলিডারদের বেতনের কথা বললে, তারা বেশ বড় অঙ্কের বেতন পায়। তারা প্রতি মরসুমে ১৭ লাখ টাকা পর্যন্ত চুক্তিবদ্ধ হয়। তাদের বেতন বয়স, সৌন্দর্য, অভিজ্ঞতা এবং শরীরের উপর নির্ভর করে। বিদেশে যুবতীরা চিয়ারলিডারদের পেশা হিসেবে গ্রহণ করেছে এবং ম্যাচের আগে বা পরে সন্ধ্যার পার্টিতে পারফর্ম করার জন্য চিয়ারলিডারদের অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। এছাড়াও তারা বিভিন্ন বিজ্ঞাপন থেকেও অনেক টাকা আয় করে থাকেন। 

Image

এবার দেখে নেওয়া যাক কোন দল কত টাকা তাদের বেতন দেয়:

  • কলকাতা নাইট রাইডার্স: শাহরুখের মালিকানা দলটি চিয়ারলিডারদের সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকে। প্রতি ম্যাচের জন্য তারা ২৫ হাজার টাকা করে পান।
  • মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: এই দুই দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য ২০ হাজার টাকা পান।
  • রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস: এই দল দুটি প্রতি ম্যাচের জন্য চিয়ারলিডারদের ১৫ হাজার টাকা করে দিয়ে থাকে।
  • পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্স: আইপিএলের এই দলগুলি চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে দিয়ে থাকে।