আপনার সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে, তা জেনে নিন এই সহজ পরীক্ষাটির মাধ্যমে

Gas cylinder: আজকাল প্রতিটি বাড়ির রান্নাঘরে এলপিজি গ্যাস (LPG Gas) ব্যবহার করা হচ্ছে। এই গ্যাস দিয়ে রান্নাঘরে অনেক কাজ সহজে এবং দ্রুত হয়ে যায়। অনেক সময় এমন হয় যে যখন গ্যাসের খুব বেশি প্রয়োজন এবং জানতে পারি যে সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে গেছে। এলপিজি গ্যাস ব্যবহার করা খুবই সহজ কিন্তু সিলিন্ডারে গ্যাস কতটা অবশিষ্ট রয়েছে তা বোঝা কঠিন।

মাঝেমধ্যে আমাদের নাড়িয়ে চারিয়ে জানতে হয় সিলিন্ডারে গ্যাস কতটা অবশিষ্ট রয়েছে। এমন পরিস্থিতিতে কাজ করার সময় হঠাৎ সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে গেলে বিপত্তির শেষ থাকেনা। আসলে সিলিন্ডার শক্ত লোহা দিয়ে তৈরি তাই কতটা গ্যাস বাকি আছে তা বের করা কঠিন।

Image

এমন পরিস্থিতিতে আমরা এমন একটি কৌশলের কথা বলব যা ব্যবহার করে আপনি সহজেই জানতে পারবেন যে আপনার সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে। এর ফলে আপনি সময় মতো আপনার সিলিন্ডার ভর্তি করতে পারবেন, যাতে হঠাৎ গ্যাস ফুরিয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন।

অনেকেই রয়েছেন যারা সিলিন্ডার গ্যাসের অবশিষ্ট পরিমাণ অনুমান করতে সিলিন্ডার উঠিয়ে তার ওজন অনুযায়ী অনুমান করেন। একইভাবে কিছু লোক বুঝতে পারে যে সিলিন্ডার গ্যাস শেষ হতে চলেছে, যখন গ্যাসের শিখার রঙ নীল থেকে হলুদে পরিবর্তিত হয়। কিন্তু এসব পদ্ধতি ব্যবহার করেও কতটুকু গ্যাস অবশিষ্ট রয়েছে তা জানা সম্ভব নয়। 

Image

তবে এমন একটি কৌশলের কথা আপনাদের বলব যা শুনলে অদ্ভুত মনে হলেও এটা সত্যি কার্যকরী। শুধুমাত্র একটি ভেজা কাপড়ের সাহায্যে আপনি আপনার সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে তা জানতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে কাপড়টি জলে ভিজিয়ে নিতে হবে। এরপর ভিজিয়ে রাখা কাপড়টি গ্যাস সিলিন্ডারে চারিপাশে জড়িয়ে দিন।

এরপর ১ মিনিট অপেক্ষা করুন। এবার সিলিন্ডার থেকে কাপড়টি সরিয়ে নিলেই কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পারবেন সিলিন্ডারের কিছু অংশ শুকিয়ে গেছে আর কিছু অংশ ভিজে আছে। সুতরাং ওই ভিজে অংশটুকুই আপনার সিলিন্ডারে গ্যাস অবশিষ্ট রয়েছে। এ নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকলে এই পদ্ধতি কাজে লাগিয়ে দেখে নিন।