মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন প্রসেনজিৎ? নিজের মুখেই জানালেন ‘বুম্বাদা’

মাধ্যমিক পরীক্ষায় ফলাফল কেমন করেছিলেন প্রসেনজিৎ?

প্রসেনজিতের (Prosenjit Chatterjee) ছবি এসেছে, একথা শুনলেই একসময় হল ভরে যেত। ৮০ ও ৯০-এর দশকে প্রসেনজিৎ ছিলেন সুপার হিট। একের পর হিট ছবি দিয়েছেন টলিপাড়ার সকলের প্রিয় ‘বুম্বাদা’। একসময় তিনি বলিউডে গিয়ে কাজ করতে চাননি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেই আঁকড়ে বেঁচেছিলেন। অভিনয়ে এক কথায় সেরার সেরা যার দরুন পেয়েছেন বহু আওয়ার্ড।

তবে নায়ক হিসেবে প্রসেনজিৎ তো ১০ এ ১০ পাওয়ার যোগ্য, কিন্তু পড়াশোনাতে কেমন ছিলেন আমাদের বুম্বাদা। প্রসেনজিৎ চ্যাটার্জীর অভিনয় দক্ষতা নিয়ে কোনও অভিযোগের যায়গা থাকেনা। তবে তিনি পড়াশোনাতেই বা কেমন ছিলেন তা একেবার হলে তার ভক্তদের জানার ইচ্ছা থাকে। সে বিষয় নিয়েই আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে।

সাধারণত টলিউড ইন্ডাস্ট্রি তারকাদের পড়াশোনাকে ঘিরে সাধারণ মানুষের মনে নানা নেতিবাচক ধারণা দানা বেঁধে থাকে। এ কথা সত্য যে প্রসেনজিৎ খুব অল্প বয়সে ফিল্মি জগতে পা রেখেছিলেন, তাই বলে কিন্তু তিনি তার পড়াশোনার সাথে কোন আপোষ করেননি।

কয়েকদিন আগেই এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয়ছে। সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যম জুড়ে কৃতি ছাত্রদের নিয়ে মাতামাতি কম হচ্ছে না। সম্প্রতি এই পরিপ্রেক্ষিতে উঠে এল প্রসেনজিৎ চ্যাটার্জীর মাধ্যমিকের রেজাল্ট। জানেন মাধ্যমিকে কত নম্বর ছিল তার? 

অভিনেতা নিজ মুখে জানিয়েছেন সেই খবর। মাধ্যমিকে তার ৬০ শতাংশের বেশি নম্বর ছিল। তখনকার সময়ে ৬০ শতাংশ নম্বর মানে নিঃসন্দেহে মেধাবি ছাত্রই ছিলেন তা বলাই যায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি স্নাতক হন। প্রসেনজিৎ একজন কৃতি ছাত্র না হলে কি আর অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় এতদূর এগোতে পারতেন? 

উল্লেখ্য, সম্প্রতি এই টলিউড অভিনেতা বলিপাড়ায় পা রেখেছেন। প্রসেনজিতের কথায়, সেসময় একটা ছবি ১০ সপ্তাহ হলে চলেছে, সেটাও ঘটেছে। কোটি কোটি টাকার ব্যবসা করত বাংলা ছবি। তবে ধীরে ধীরে সেই ছায়া থেকে নিজেই তিনি বের হয়ে আসেন। প্রসঙ্গত বিক্রামাদিত্য মোতওয়ানের ‘জুবিলি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আবার দেখা যাবে হনসল মেহতার ‘স্কুপ’-এও।