ইন্টারভিউ প্রশ্ন: মেয়েরা এমন কোন জিনিস যা মোটা ও লম্বা পেলে খুশি হয়?

কী সেই জিনিস যা মেয়েরা মোটা ও লম্বা পছন্দ করে?

Interview Questions: দেশের প্রতিবছরই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় আর এতে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী অংশ নেয়। কেবল সফল পরীক্ষার্থীরাই ইন্টারভিউ এর জন্য ডাক পান। এই সময় তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন কিছু বিদঘুটে প্রশ্ন করা হয় যার শুনে অনেকেই ঘাবড়ে যান আবার কেউ শুনে লজ্জায় মুখ লুকান। তবে ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এবার তা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন উপসাগর রয়েছে?
উত্তরঃ মান্নার উপসাগর।

২) প্রশ্নঃ ভারতের আবহাওয়া বিষয়ের সম্পূর্ণ উপগ্রহ কোনটি?
উত্তরঃ মেটাস্যাট।

৩) প্রশ্নঃ একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ কত?
উত্তরঃ ১০ শতাংশ।

৪) প্রশ্নঃ উত্তর ভারতের ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
উত্তরঃ আঁধি ঘূর্ণিঝড়।

৫) প্রশ্নঃ ভারতের কোথায় বিমানপোত তৈরির কারখানা রয়েছে?
উত্তরঃ কর্ণাটকের ব্যাঙ্গালোরে।

৬) প্রশ্নঃ বাতাসের গতিবেগ মাপার যন্ত্রটির নাম কী?
উত্তরঃ অ্যানিমোমিটার।

৭) প্রশ্নঃ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি?
উত্তরঃ নীলগিরি অঞ্চল।

৮) প্রশ্নঃ ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ জিম করবেট ন্যাশনাল পার্ক।

৯) প্রশ্নঃ মরুভূমির আয়তন বৃদ্ধি কে কী বলে?
উত্তরঃ মরুকরণ।

১০) প্রশ্নঃ কোন ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে?
উত্তরঃ নাইট্রোসোমোনাস।

১১) প্রশ্নঃ ২০৫০ সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত হবে?
উত্তরঃ ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

১২) প্রশ্নঃ মাটিতে নাইট্রোজেন ধরে রাখতে পারে এমন একটি ব্যাকটেরিয়ার নাম কী?
উত্তরঃ রাইবোজোম।

১৩) প্রশ্নঃ জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত?
উত্তরঃ ০.০৫ মিলিগ্রাম/লিটার।

১৪) প্রশ্নঃ একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ কী?
উত্তরঃ বায়ুমন্ডলের ওজোনস্তর।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যা মোটা ও লম্বা পেলে মেয়েরা খুব খুশি হয়?
উত্তরঃ চুল (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়)।