বাংলার ‘ব’ জানতেন না, অবাঙালি হয়েও কীভাবে বাংলা সিনেমায় সাফল্য পেলেন জিৎ?

Tollywood actor Jeet: বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন সুপারস্টার হলেন জিৎ। তিনি তার ভক্তদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ছবি। অবাঙালি হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন এমন অভিনেতা-অভিনেত্রীদের সংখ্যা নেহাত কম নয়। তবে তার মধ্য দিয়ে সুপারস্টার হয়ে ওঠার পথ ছিল অত্যন্ত দুর্গম। এবং সেই দুর্গম পথ পাড়ি দিয়েই আজ তিনি জিতেন্দ্র মদনানি থেকে সুপারস্টার জিৎ হয়ে ওঠার গল্প এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

২০০১ সালে ‘সাথী’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে জিৎ এর। সম্প্রতি তিনি ২২ বছর পূর্ণ করে ফেলেছেন, তবে বর্তমানে তার বাংলা কথা শুনে  কেউ ধরতে পারবেন না যে তিনি একজন অবাঙালি। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখার প্রথম দিকে তার এমন অবস্থা ছিল না সেই সময় তিনি বাংলা ভালোভাবে বুঝতে পারলেও বলতে পারতেন না। 

সাথী ছবির শুটিংয়ের পর ছবির পরিচালক ও প্রযোজক চেয়েছিলেন এই ছবিটির ডাবিং অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন। কেননা তখনও জিৎ ভালোভাবে বাংলা বলতে পারতেন না। কিন্তু জিৎ সেটা চাননি তার বদলে তিনি নিজের প্রথম ছবির ডাবিং নিজেই করবেন বলে মনস্থিরকরেন। শুধুমাত্র ২৪ ঘন্টা সময় চেয়েছিলেন প্রযোজকদের কাছে । সেই মতো তিনি নিজের ডাবিং নিজেই করেন।

Image

তবে শুধু ডাবিং দিয়েই শেষ করেননি তিনি, তার বাংলা জাতে আরো ভালো হয় সে জন্য প্রতিদিন বাংলা খবরের পেপার পড়তেন। নিজেই নিজের গলা রেকর্ড করে শুনতেন যে বাঙালির মতো বাংলা বলতে পারছেন কি না। একদিন হটাৎ তার জেঠু তাকে জিজ্ঞাসা করেন বাড়িতে কে প্রতিদিন বাংলায় খবর পড়েন? সেদিনই বুঝে গিয়েছিলেন যে তিনি সফল হয়েছেন।

Image

সম্প্রতি জিৎ হলেন বাংলার একমাত্র সুপারস্টার যিনি এখনও কমার্শিয়াল ছবি বানিয়ে যাচ্ছেন। বিগত ২০২২ সালে মুক্তি পায় ‘রাবন’ ছবিটি বক্স অফিসেও তুমুল সাফল্যর পর আজ সারা ভারতব্যাপি মুক্তি পাচ্ছে তার প্যান ইন্ডিয়া ছবি ‘চেঙ্গিজ’। কয়েকদিন আগে তার এই ছবির হিন্দি ও বাংলা ট্রেলার রিলিজ হওয়ার পর সারা ভারতে এই ছবির উৎসাহ তৈরি হয়েছে। আজ ২১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘চেঙ্গিজ’।