‘টারজান দ্য ওয়ান্ডার কার’ এর গাড়িটি আজ কেমন অবস্থায় রয়েছে জানেন?

৯০ দশকের ছেলেদের স্বপ্নের গাড়ি ছিল ‘টারজান দ্যা ওয়ান্ডার কার’

Tarzan the Wonder Car: অজয় দেবগন (Ajay Devgan) অভিনীত ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ মুভিটি যখন মুক্তি পেয়েছিল তখন সকলেই এই ছবিটির মাধ্যমে তাদের স্বপ্নের গাড়িকে খুঁজে পেয়েছিল। এর আগে বলিউডে অজস্র মুভি হয়েছে, কিন্তু একটি গাড়িকে কেন্দ্র করে এত সুন্দর মুভি আর কখনোই দেখা যায়নি।

সম্ভবত এই কারণে অনেকেই গাড়িটির মায়ায় পড়েছিল। কেউ কেউ আবার গাড়িটি কেনার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। জানিয়ে রাখি, এটি ছিল প্রথম ভারতীয় মডিফাইড গাড়ি, যা ২০০২ সালে দিল্লির একটি অটো শোরুমে লঞ্চ করা হয়েছিল। এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন বৎসল শেঠ (Vatsal Seth), আয়েশা টাকিয়া (Ayesha Takia) এবং অজয় দেবগন।

বিখ্যাত টয়েটো গাড়ি এমআর-টু (MR-2) এর ভিত্তি করেই এই গাড়িটি নির্মাণ করা হয়েছিল। এছাড়া গাড়িটিকে মিটসবুসি এলসিপস (Mitsubishi Elcips) এবং ফেরারি ৩৪৮ (Ferrari 348) এর সাথেও তুলনা করা হয়। এই অত্যাধুনিক গাড়িটির ডিজাইন এবং ঝকঝকে বেগুনি রং দেখে আর কেউ চোখ ফেরাতে পারেনি। সকলের কাছে ‘সুপারকার’ হয়ে উঠেছিল।

Image

গাড়িটি কোন লাক্সারি গাড়ি থেকেও কম ছিল না। এমনকি এই ছবিতে অভিনয় করা বৎসল শেঠ ‘টারজান ওয়ালা’ নায়ক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। যদিও এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরই ভারতীয় বাজারে গাড়িটি আসার কথা ছিল কিন্তু তেমনটা আর হয়নি। যে কারণে এই গাড়িটিকে নিয়ে স্বপ্ন দেখাও বন্ধ করে দেয় মানুষেরা।

একসময় এই গাড়ির নির্মাতারা গাড়িটিকে ২ কোটি টাকায় নিলামে বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু কয়েক বছর পর এর দাম ৩৫ লাখে নেমে আসে। বর্তমানে যিনি এই গাড়ির মালিক একটি গাড়িতে রেখে এসেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০০৭ সালে এই গাড়িটির সাথে একটি বড়সড় দুর্ঘটনা ঘটে এবং সেই থেকেই গাড়িটি একটি গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

Image

যাইহোক, এখন গাড়িটির অবস্থা খুবই করুন। এখনো পর্যন্ত বলিউডের সবথেকে এই সুন্দর গাড়িটি আজ ময়লা আবর্জনায় জর্জরিত অবস্থায় রয়েছে এবং অনেক কিছুই অংশ ভেঙ্গেও গিয়েছে। তবে গ্যারেজের লোকেরা ওই গাড়িটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন যাতে আগের অবস্থায় কিছুটা ফিরিয়ে আনা যায়। তবে গাড়িটির বর্তমান অবস্থা দেখে খুবই খারাপ লাগে কারণ এটি আমাদের শৈশবের একমাত্র গাড়ি ছিল।