সাধারণ জ্ঞানের প্রশ্ন : ভারতের একমাত্র কার্বন-মুক্ত রাজ্য কোনটি?

কার্বন মুক্ত রাজ্য ভারতের কোনটি জানেন?

General Knowledge Quiz : কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি শিক্ষার্থীদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। কেননা যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন গুলি বেশিরভাগ দেখা যায়। এমনকি ইন্টারভিউতেও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি বাদ যায় না। তাই এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ হনুলুলুতে।

২) প্রশ্নঃ ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে?
উত্তরঃ সুয়েজ খাল।

৩) প্রশ্নঃ ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়ো?
উত্তরঃ ৯০ গুণ (ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান আর ক্ষুদ্রতম গোয়া)।

৪) প্রশ্নঃ ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়?
উত্তরঃ প্রয়াগরাজ (এলাহাবাদ)।

৫) প্রশ্নঃ যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত?
উত্তরঃ কালো।

৬) প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি?
উত্তরঃ বুর্জ খলিফা, সম্প্রতি যেখানে ভারতের স্বাধীনতা দিবস বিশেষভাবে উদযাপন করা হয়েছে।

Image

৭) প্রশ্নঃ ‘ভারতের রূঢ়’ – কোন শহরকে বলে?
উত্তরঃ দুর্গাপুর কে।

৮) প্রশ্নঃ দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত?
উত্তরঃ রূপনারায়ন।

৯) প্রশ্নঃ জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তরঃ ভারত মহাসাগরে।

১০) প্রশ্নঃ চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে?
উত্তরঃ চোখের কর্নিয়াতে।

১১) প্রশ্নঃ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে?
উত্তরঃ প্রয়াগরাজ (এলাহাবাদ)।

Image

১২) প্রশ্নঃ ‘চিপকো আন্দোলন’ কবে গড়ে ওঠে?
উত্তরঃ ৯১৭৩ সালে উত্তরাখন্ডের গাড়ওয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে, একে চিপকো আন্দোলন বলা হয় ৷

১৩) প্রশ্নঃ ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি?
উত্তরঃ ছত্রিশগড়।

১৪) প্রশ্নঃ অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়।

১৫) প্রশ্নঃ ভারতের একমাত্র কার্বন-মুক্ত রাজ্য কোনটি?
উত্তরঃ হিমাচল প্রদেশ।