বলিউডে পা রাখার আগেই বদলে ফেলেন নিজের আসল নাম, জানেন শাহরুখের আসল নাম কী?

শাহরুখ খানের প্রকৃত নাম কী জানেন?

শাহরুখ খান (Shah Rukh Khan), শীর্ষস্থানীয় অভিনেতাদের প্রসঙ্গ উঠলেই যার নাম সবার প্রথমেই আসে। কয়েক দশক তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কজন জানেন? শাহরুখের জীবনের এমনই কিছু অজানা তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদনটি, যা রীতিমত চমকে দেওয়ার মত।

শাহরুখ খানের বাবা মুহম্মদ খান ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। পরে তিনি মৌলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটে দাঁড়ান। শাহরুখের বয়স যখন মাত্র ১৫ বছর তখন তার বাবা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান।

শাহরুখ সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছেন। খেলাধুলায় পাশাপাশি পড়াশোনাতেও ভীষণ ভালো ছিলেন। যদিও ইংরেজিতে তিনি বেশ কাঁচা ছিলেন। পরবর্তীকালে কঠোর অধ্যাবসায় ইংরেজিতে কথা বলায় দক্ষ হন। এখনকার তার ইংরেজি শুনলে কেউ ধরতেই পারবে না যে তিনি ইংরেজিতে কাঁচা ছিলেন।

সুশান্ত সিং রাজপুতের ‘চান্দা মামা দূর কে’ বলিউডের প্রথম ছবি হিসেবে আমেরিকান স্পেস সেন্টার নাসাতে শ্যুট হওয়ার কথা চলছিল। তখনই জানা যায় শাহরুখ খানের ‘স্বদেশ’ ছবিটি নাকি ১৩ বছর আগেই নাসাতে শ্যুট হয়েছিল। শাহরুখের অভিনয় যাত্রার শুরুটা কিন্তু হয়েছিল কিন্ত টেলিভিশনের মধ্যে দিয়েই।

তবে জেনে অবাক হবেন তার আসল নাম ‘শাহরুখ খান’ নয়, তার প্রকৃত নাম আব্দুল রশিদ খান (Abdul Rashid Khan)। এই নামটা দিদিমার দেওয়া। জন্মের পর থেকে প্রায় পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি তার দিদিমার কাছেই মানুষ। তখনই তার এই নামটাই রাখা হয়। পরে তার বাবা-মা নাম বদলে শাহরুখ রাখেন।

শাহরুখ খান বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় আছেন। শাহরুখ বর্তমানে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার করছেন। কাজপাগল মানুষ শাহরুখ। দিনে মোট ৪-৫ ঘন্টা ঘুমোন এবং বাকি সময় পরিশ্রম করেন। এই কঠোর পরিশ্রমই তাকে করে তুলেছে বলিউডের ‘কিং খান’।