কখনো ভেবেছেন পশ্চিমবঙ্গ যদি দেশের অংশ না হতো, তাহলে ভারতের কী হতো?

পশ্চিমবঙ্গ না থাকলে ভারতের কী হত?

West Bengal : ১৯৪৭ সালে স্বাধীনতার সময় বঙ্গ নামের অংশটি ভাগ হয়ে পশ্চিমবঙ্গ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য হয়ে ওঠে। নিশ্চয়ই আপনিও এই রাজ্যের বাসিন্দা, কিন্তু কখনো ভেবেছেন যদি পশ্চিমবঙ্গ ভারতের অংশ না হতো তাহলে এই দেশের কী অবস্থা হতো?

পশ্চিমবঙ্গ আয়তনের দিক দিয়ে ভারতের ১৩তম বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক দিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে এই রাজ্যটি। পশ্চিমবঙ্গকে ভারতের সংস্কৃতির রাজধানী বলা হয়। এই রাজ্যের কারণে ভারত বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Image

১) পশ্চিমবঙ্গ না থাকলে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন অধিনায়ক’ বা রাষ্ট্রীয় গীত ‘বন্দেমাতরম’ হত না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মত বিখ্যাত ব্যক্তিদের জন্ম এই রাজ্যেই হয়েছিল। এছাড়া ভারতের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেই প্রথম নোবেল পুরস্কার এসেছিল।

২) গোটা ভারতবর্ষে ক্ষীর অত্যন্ত আনন্দ সহকারে খাওয়া হয়, কিন্তু পশ্চিমবঙ্গ না থাকলে ক্ষীর বানানোর জন্য চালের অভাব হতো। কারণ এই রাজ্যটি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে।

৩) পশ্চিমবঙ্গ না থাকলে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনও থাকতো না, যা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন সাইক্লোন বা ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে আমাদের রক্ষা করে।

Image

৪) পশ্চিমবঙ্গ না থাকলে, প্রথম মেট্রো বা জলের তলায় মেট্রো পাওয়া যেত না। কারণ ১৯৮৪ সালে প্রথমবার মেট্রো কলকাতায় আনুষ্ঠানিকভাবে চলাচল করা শুরু করে।

৫) শীতকালে আমাদের ত্বককে সুরক্ষা প্রদান করতে বোরোলিনের বিশেষ অবদান রয়েছে, কারণ পশ্চিমবঙ্গ থেকেই বোরোলিন তৈরি শুরু হয়। আর শরীরকে ঠিক রাখার জন্য ডাবর চমনপ্রাশও পাওয়া যেত না, কারণ এই কোম্পানিও পশ্চিমবঙ্গ থেকেই শুরু হয়েছিল।

Image

৬) আপনি নিশ্চয় জানেন, বেনারসের পান পৃথিবী বিখ্যাত, কিন্তু এটাও সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গের কারণে। কারণ, সারা বিশ্বের ৩০ শতাংশ পান কেবল পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন হয়।

৭) ভারতীয় সিনেমার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারণ সত্যজিৎ রায়ের মতো অস্কারজয়ী পরিচালক যদি না থাকতো, তাহলে ভারতও সিনেমার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকতো।

Image

৮) এমনকি স্বাধীনতার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের অবদান সব চাইতে বেশি। পশ্চিমবঙ্গ না থাকলে ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বস্‌ বিনয়-বাদল-দীনেশ, প্রফুল্ল চাকীর মত বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের পাওয়া যেত না।