GK কুইজ : কোন দেশকে ‘সবুজের ভূমি’ বলা হয়, কিন্তু একটি ঘাস পর্যন্ত নেই?

ঘাস নেই অথচ সবুজের ভূমি বলা হয় কোন দেশ থেকে?

General Knowledge Quiz: সরকারি চাকরির জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে রাখা খুবই প্রয়োজন। কারণ লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলোই বেশি করা হয়। এমনকি এগুলি পড়তেও যেমন ভালো লাগে তেমন নলেজও বৃদ্ধি পায়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো…

১) প্রশ্নঃ প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে লাভ করেন?
উত্তরঃ দেবিকা রানী।

২) প্রশ্নঃ সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে?
উত্তরঃ ফিনল্যান্ডকে।

৩) প্রশ্নঃ হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানীর নাম কি?
উত্তরঃ ধর্মশালা।

৪) প্রশ্নঃ কোন শহরকে মুক্তোর শহর বলা হয়?
উত্তরঃ তুতিকোরিনকে।

৫) প্রশ্নঃ কলকাতায় প্রথম সংবাদপত্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৭৮০ সালে।

৬) প্রশ্নঃ ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রিষড়ায় (১৮৫৫ সাল)।

৭) প্রশ্নঃ ভারতে জাতীয় গণিত দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।

৮) প্রশ্নঃ কিংবদন্তি ফুটবল প্লেয়ার দিয়েগো মারাদোনা (Diego Maradona) কোন দেশের খেলোয়াড় ছিলেন?
উত্তরঃ আর্জেন্টিনা (১৯৮৬ সালে, দিয়েগো মাদোনাদের হাত ধরে আর্জেন্টিনা দ্বিতীয়বার বিশ্বকাপ পায়)।

৯) প্রশ্নঃ বেনুচিস্তানের বোলার নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তরঃ মেহেরগড় সভ্যতা।

১০) প্রশ্নঃ অখন্ড ভারত থেকে প্রথম আলাদা হওয়া দেশ কোনটি?
উত্তরঃ আফগানিস্তান।

১১) প্রশ্নঃ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ দোদাবেতা।

১২) প্রশ্নঃ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উত্তরঃ হরিষেন।

১৩) প্রশ্নঃ আয়তনের বিচারে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ ভারতবর্ষ।

১৪) প্রশ্নঃ নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি?
উত্তরঃ ওয়েলিংটন।

১৫) প্রশ্নঃ কোন দেশকে ‘সবুজের ভূমি’ বলা হয়, কিন্তু একটি ঘাস পর্যন্ত নেই?
উত্তরঃ গ্রিনল্যান্ড। এই দেশটির নাম শুনে সবুজ গাছগাছালি কথা মনে হলেও, আসলে তা নয়। প্রায় ৯৯% দেশটি শুধু সাদা বরফে ঢাকা থাকে।