সুসংবাদ! ভারতীয় ক্রিকেট দল T-20 সিরিজে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকার সাথে

করোনা আবহে ক্রিকেট আপাতত কয়েক মাস ধরে বন্ধ হয়ে রয়েছে। এবার ভারতীয় ক্রিকেট দল সম্ভবত দক্ষিণ আফ্রিকার সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। দুই দেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিলেও দুই দেশের সরকারের তরফ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি।

India, South Africa to play three T20Is in August if pandemic ...

সরকার খেলার অনুমতি দিলেই ভারতীয় দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। ভারত-দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্ক দীর্ঘদিনের। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বর্ণবিদ্বেষের কারণে নির্বাসন কাটিয়ে পুনরায় ক্রিকেটে ফিরেছিল কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক ম্যাচে। সেই কারণেই দুই দেশের বোর্ড কর্তাদের সম্পর্ক খুবই নিবিড়।

খবর সূত্রে জানা গেছে, চলতি বছরে আগস্টের মাঝামাঝি ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফর করতে পারে সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া গেলে। ইতিমধ্যেই দুই দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের মধ্যে সম্ভাব্য এই সিরিজ নিয়ে আলোচনা হয়েছে।

First ODI: Hardik Pandya adds balance, India ready for fresh start ...

ভারতীয় দল অন্য দেশে সফর করলেই আয়োজক দেশের লাভের পরিমাণ এর অংকটা অনেকটাই বেড়ে যায়। সুদূর দেশ হলেও ভারতীয় ক্রিকেট প্রেমিরা ভিড় করে আসেন। এছাড়াও বেশিরভাগ লগ্নি সংস্থা ভারতেরই। বিশ্বের অন্যান্য ক্রিকেটবোর্ডের মতোই দক্ষিণ আফ্রিকা বিপুল ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় আপাতত লকডাউন চলছে। সে দেশের ক্রিকেট বোর্ডের সিইও, ভারতের সাথে এই সিরিজ নিয়ে খুবই আশাবাদী রয়েছেন। তবে এই সিরিজ হবে কিনা তা করোনা ভাইরাসের পরিস্থিতি এবং সরকারের অনুমতির উপর নির্ভর করছে। তবে তারা ইতিমধ্যেই সরকারের কাছে অনুমতি চাওয়ার আবেদন করেছেন।