চুলের অকালপক্কতা? রইল এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি কার্যকরী টিপস

চুল পড়ে যাচ্ছে? আমাদের শ’রীরের সৌন্দর্যের মধ্যে চুল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। চুলের স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা প্রভাব গিয়ে পড়ে আমাদের চেহারার উপর। যার চুল যত বেশি ঘন, তার চেহারার সৌন্দর্য ততবেশি হবে। তবে যাদের অকালেই চুল খুবই দ্রুত হারে পড়তে শুরু করেছে তাদের সৌন্দর্যের উপর ঘাটতি পড়বে।

Image result for Hair falling"

👉 জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধ করার কয়েকটি অব্যর্থ টিপস-

১) নারকেলের দুধ ও তেল:- নারকেলে উপস্থিত ফ্যাট, প্রোটিন আর পটাশিয়ামের কারণে আপনার চুল স্বাস্থ্যের আভায় ঝলমল করবে। চুলের স্বাস্থ্য বাড়াতে যে একান্ত প্রয়োজন, তারই জোগান দেবে নারকেলের দুধ। সপ্তাহে একদিন নারকেলের দুধ ও তেল মিশিয়ে লাগান।

২) অ্যালোভেরা:- চুল পড়া বন্ধ করতে এলোভেরা কার্যকারিতা খুবই বেশি। স্নানের কিছুক্ষণ আগে চুলের মধ্যে অ্যালোভেরা ভালভাবে লাগিয়ে মালিশ করার পর ধুয়ে ফেলুন। এটি মাথার স্ক্যালপের উন্নতি ঘটায় যার ফলে চুলের গোড়া মজবুত হয়।

৩) দই, লেবু এবং মধুর প্যাক:- এই তিনটি উপাদানকে একসাথে ভালোভাবে মিক্স করে চুলের মধ্যে এই প্যাকটি লাগাতে পারলে চুলের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি এবং প্রোটিন যা চুলের স্বাস্থ্য উপকারিতার ক্ষেত্রে অপরিহার্য।

Image result for মেথি"

৪) মেথি:- মেথি চুল ঝরে যাওয়ার পক্ষে খুবই উপকারী একটি উপাদান। সারারাত এটি জলে ভিজিয়ে পরদিন সকালে পরদিন পেস্ট করে নিন। এটা সরাসরি চুলে লাগাতে পারেন প্যাকের মতো, মেথি চুলের বৃদ্ধির জন্য আবশ্যক।

৫) নিম পাতার রস:- নিম পাতার রস ভালোভাবে গরম জলের মধ্যে ফুটিয়ে নিন। এরপর সেটি বোতলে ভরে টানা এক সপ্তাহ ব্যবহার করলে দেখবেন চুল ঝরা দূর হয়ে গেছে এমনকি খুশকিও দূর হয়ে যাবে।