GK কুইজ : মেয়েরা বছরে একবার কেনে, সারাবছর ব্যবহার করে ফেলে দেয়, সেটা কী?

কোন জিনিসটি কেনার পর মেয়েরা সারা বছর ব্যবহার করার পর ফেলে দেয়?

General Knowledge Quiz: চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয় তখন সাধারণ জ্ঞানের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আবার কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যার ফলে তারা সহজেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলো শুনে কঠিন মনে হলেও তার মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ কোন গ্যাসটি গ্রীন হাউসের প্রভাবের জন্য দায়ী?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

২) প্রশ্নঃ পৃথিবীর কোন পদার্থটি তিন অবস্থাতেই (কঠিন, তরল ও গ্যাসীয়) পাওয়া যায়?
উত্তরঃ জল।

৩) প্রশ্নঃ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কী?
উত্তরঃ আর্যভট্ট (১৯৭৫ সাল)।

৪) প্রশ্নঃ ফলকে দ্রুত পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ ইথিলিন।

৫) প্রশ্নঃ জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়?
উত্তরঃ যকৃত।

৬) প্রশ্নঃ গোবর গ্যাসের প্রধান উপাদান কি?
উত্তরঃ মিথেন।

৭) প্রশ্নঃ ভারতে মুসলিম শাসনের ভিত্তি কে স্থাপন করে?
উত্তরঃ পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মুহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে।

৮) প্রশ্নঃ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উত্তরঃ ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

৯) প্রশ্নঃ ভারতের কোন রেলওয়ে অঞ্চলের দৈর্ঘ্য সবচাইতে বেশি?
উত্তরঃ উত্তর রেলওয়ে।

১০) প্রশ্নঃ পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণে ধাতব উপাদান কোনটি?
উত্তরঃ অ্যালুমিনিয়াম।

১১) প্রশ্নঃ হীরাকে এত চকচকে দেখায় কেন?
উত্তরঃ যৌথ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে।

১২) প্রশ্নঃ শব্দের তীব্রতা মতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ ওডোমিটার।

১৩) প্রশ্নঃ জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২৮ শে ফেব্রুয়ারি।

১৪) প্রশ্নঃ ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ জিম করবেট ন্যাশনাল পার্ক (১৯৩৫ সাল)।

১৫) প্রশ্নঃ মেয়েরা বছরে একবার কেনে, সারাবছর ব্যবহার করে ফেলে দেয়, সেটা কী?
উত্তরঃ ক্যালেন্ডার। (ছেলে মেয়ে কেনে, শুধু বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।