আজ মধ্যরাত থেকে টানা তিনদিন, আকাশে দেখা যাবে “স্ট্রবেরি চাঁদ’

নাসার বিজ্ঞানীদের মতে, প্রতি বছর জুন মাসে চাঁদ নিজের কক্ষপথে ঘোরার সময় একেবারে পৃথিবীর কাছাকাছি চলে আসে। এই সময় গ্রহণে চাঁদ লালচে দেখায়। তাই অনেকেই ‘স্ট্রবেরি মুন’ আবার কোথাও ‘হানি মুন’ নামে পরিচিত। তবে আজ অন্যদিনের তুলনায় প্রায় ১২% বড় দেখাবে চাঁদকে।

👉🏻 কিভাবে রাখা হয়েছে এই নাম?

আজ থেকে আগামি ৩ দিন ধরে আকাশে দেখা যাবে স্ট্রবেরি চাঁদ। তবে এই চাঁদ স্ট্রবেরির মতাে দেখতেও হয় না, গােলাপি রঙেরও হয় না। তা হলে কেন এই চাঁদের নাম এরকম?

Strawberry Moon 2021: Date, Time, How to Watch, More - Oneindia News

কথিত আছে, উত্তর আমেরিকার উপজাতি কৃষকেরা দিনপঞ্জি মেনে চলতেন, তাতে এই পূর্ণিমার উল্লেখ থাকত। জুন মাসে খেত থেকে স্ট্রবেরি তােলার সময় এই চাঁদ দেখা যেত, তাই এর নাম “স্ট্রবেরি মুন”।

👉🏻 কখন দেখা যাবে?

আগামী ২৫ জুন মধ্যরাত থেকে ২টো ৩৫ মিনিট অবধি দেখা যাবে স্ট্রবেরি চাঁদ। তবে ভারতবর্ষের আকাশে স্ট্রবেরি চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারন ততক্ষনে আমাদের দেশে চন্দ্রোদয় হয়ে যাবে। যখন চাঁদ মধ্যগগনে উঠবে ততক্ষণে এই দৃশ্য শেষ। তবে এটিই বছরের শেষ ‘সুপারমুন’।