বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবাইকে পিছনে ফেলে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন

দীর্ঘ কয়েক মাসের কঠোর পরিশ্রমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল ভারত ও নিউজিল্যান্ড। তবে শেষ হাসিটা হাসলো ছোট্ট দ্বীপের কিউই দল। তবে ভারতীয় দল নিরাশ হলেও সকলকে পিছনে ফেলে এদিন রেকর্ড গড়লেন রবীচন্দ্রন অশ্বিন।

WTC Final: Ravichandran Ashwin becomes highest wicket-taker in World Test  Championship | Cricket News – India TV

ফাইনালের শেষদিনে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে প্যাভিলিয়নে ফিরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতীয় অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্সকে টপকে ৭১টি উইকেট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে কামিন্স (৭০টি উইকেট) ও তৃতীয় স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড (৬৯ উইকেট)।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানের টার্গেট নিয়ে ম্যাচের ১৮তম ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হন ডেভন কনওয়ে। এমনকি প্রথম উইকেটটাও তুলে নেন রবীচন্দ্রন অশ্বিন। 

India's Ravichandran Ashwin becomes the highest wicket-taker in World Test  Championship | CricketTimes.com

ওপেনার টম লাথামকেও ফেরান অশ্বিনই। তাকে স্টাম্প আউট করেন। মাটিতে বল পড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হলেন রবীচন্দ্রন অশ্বিন।