এই কারণের জন্যই মিঠুন তার জন্মদিন পালন করেন না, জানলে আপনিও অবাক হবেন!

কেন জন্মদিন পালন করেন না মিঠুন চক্রবর্তী?

১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবির মাধ্যমে বলিউড জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পান। মজার ব্যাপার হল এই ছবিটি বক্স অফিসে ১০০ কোটি আয় করা প্রথম ভারতীয় ছবি হয়ে ওঠে। গত ১৬ জুন ছিল তার ৭৩তম জন্মদিন।

প্রিয় তারকার জন্মদিনে দেশ-বিদেশ থেকে এসেছিল বহু শুভেচ্ছা বার্তা। অভিনেতা নিজে কখনও তাঁর জন্মদিন পালন করেন না। কিন্ত কেন জানেন? বলিউডের এত বড় সুপারস্টার হলেও মিঠুনদা মাটির কাছাকাছি থাকতেই বেশি ভালোবাসেন।

সেই জন্যই বলিউডের বাকি তারকাদের মতো এলাহিভাবে নিজের জন্মদিনটাও পালন করেন না। পার্টি আয়োজন তো দূরে থাক, তিনি নিজের সন্তানদের জন্মদিনের উইশ পর্যন্ত করতে বারণ করে দেন।

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন মিঠুনের জ্যেষ্ঠ পুত্র তথা অভিনেতা মহাক্ষয়। তাঁকে জিজ্ঞেস করা হয়, এ বছর বাবার জন্মদিন নিয়ে কী পরিকল্পনা রয়েছে তাঁদের? জবাবে মিঠুন-পুত্র জানান, তাঁর বাবা কখনওই জন্মদিন পালন করেন না।

যদিও ছেলেমেয়েরা অবশ্য বাবার কথা শোনেন না। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতে না ছুঁতেই বাবাকে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে শুভেচ্ছা জানান মিমো, নমশিরা। মিমোর আরও জানান, কাজের জন্য প্রায়ই মিঠুনকে বাইরে বাইরে থাকতে হয়। তবে তিনি যখন মুম্বইয়ে থাকেন তখন তারা বাবার হাতের রান্না খাওয়ার আবদার করেন।

প্রসঙ্গত ২০২০সালে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন তার জন্মদিনে কোনও সেলিব্রেশন হবে না। কারণ তার ঠিক দুদিন আগেই সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু হয়। সেই সঙ্গে করোনা মহামারিও (Corona Epidemic) চলছিল। অভিনেতার কনিষ্ঠ পুত্র নমশি জানিয়েছিলেন বাবার জন্মদিনে তারা কোনও সেলিব্রেশন করবেন না।