জরাসন্ধকে যুদ্ধে ১৭ বার পরাজিত করার পরেও শ্রীকৃষ্ণ কেন জীবিত ছেড়ে দিয়েছিলেন?

মথুরার রাজা কংসের মৃত্যুর পর তার শ্বশুর জরাসন্ধ এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি শ্রীকৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য উদ্যত হন। মহাভারত থেকে জানা যায়, জরাসন্ধ শ্রীকৃষ্ণকে ১৭ বার আক্রমণ করার চেষ্টা করেছিলেন তবে প্রতিবারই তিনি ব্যর্থ হন।

তবে বলরাম বুঝতে পারছিলেন না যে, শুধুমাত্র জরাসন্ধকে জীবিত রেখে শ্রীকৃষ্ণ বাকিদের কেন হত্যা করেছিলেন। জানা যায়, যুদ্ধে পরাজিত হওয়ার পর জরাসন্ধ পাপিষ্ঠদের নিয়ে সেনাবাহিনী গঠন করতেন। আর প্রতিবারই যুদ্ধে শ্রীকৃষ্ণ কেবল জরাসন্ধকে জীবিত রেখে বাকিদের হত্যা করতেন।

যখন একই ঘটনা বারবার ঘটতে থাকে তখন বলরাম শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি সবাইকে হত্যা করছেন অথচ জরাসন্ধকে বারবার প্রাণভিক্ষা দিচ্ছেন কেন?

এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, ‘জরাসন্ধ বিশ্বজুড়ে সমস্ত পাপিষ্ঠদের দলবেঁধে আমাদের সামনে নিয়ে আসে। আর এই কারনেই তাদের আমরা একই জায়গাতে হত্যা করতে পারি। এই পাপিষ্ঠদের হত্যা করার জন্য আমাদের আর অন্য কোথাও যেতে হয় না।’

এরপর তিনি বলেন, ‘যুদ্ধে যখন সকল পাপিষ্ঠরা নিহত হবে তখন আমরা জরাসন্ধকেও হত্যা করব।’ শ্রীকৃষ্ণ ও জরাসন্ধের মধ্যে ১৭ বার যুদ্ধ হওয়ার পর সমস্ত পাপিষ্ঠরা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। এরপর যুদ্ধের অবসান হলে শ্রীকৃষ্ণের নির্দেশে ভীম জরাসন্ধকেও হত্যা করেন।