পাঁচ ভারতীয় ক্রিকেটার, যাদের প্রত্যেকেরই ইঞ্জিনিয়ারিং ডিগ্রী রয়েছে

শিক্ষকতা যোগ্যতার মাপকাঠি দিয়ে কখনও ক্রিকেটার হওয়া যায় না। তবে এমনই কয়েকজন ভারতীয় ক্রিকেটার ছিলেন যারা ক্রিকেটার না হলেও তারা বড় সংস্থায় চাকরি পেতেন। কিন্তু ক্রিকেটের প্রতি আবেগ ও ভালোবাসার জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রীকে কেবল নামের পাশে রেখে জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করার মনোনিবেশ করেন।

আজকের প্রতিবেদনে এমন পাঁচ ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে, যাদের প্রত্যেকেরই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে; এবার তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক:-

১) রবীচন্দ্রন অশ্বিন:

R Ashwin or Ravindra Jadeja? What Could India's Playing XI Look Like at  Headingley?

ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার। দীর্ঘদিন পর সীমিত ওভারে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেয়েছেন। তবে তিনি ইতিমধ্যেই টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন। জানিয়ে রাখি, রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ের এসএসএন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে B. Tech ডিগ্রি অর্জন করেন। তবে তার মনের মতো না হওয়ায় ক্রিকেটের দিকে মনোনিবেশ করেছিলেন।

২) শ্রীনিবাসরাঘবন ভেঙ্কট রাঘবন:

Celebrating Venkataraghavan, a man of many parts | Cricket News - Times of  India

শ্রীনিবাসরাঘবন ভেঙ্কট রাঘবন একজন প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার। তিনি ১৯৬৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি ৫৭ টেস্টে ১৫৬ উইকেট এবং ১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তিনি চেন্নাইয়ের গিন্ডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর তিনি আম্পায়ারিংও করেছেন।

৩) এরাপল্লী অনন্তরাও শ্রীনিবাসপ্রসন্ন:

Page 7 - 8 longest names in Indian cricket

এরাপল্লী অনন্তরাও শ্রীনিবাসপ্রসন্ন একজন প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার যিনি ১৯৬২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দেশের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ৪৯ টেস্টে ১৮৯ উইকেট নেন। তিনি মহীশূরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তার সময়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করা প্রত্যেকের স্বপ্ন ছিল।

৪) জাভাগাল শ্রীনাথ:

Don't invoke spirit of cricket in run-outs at non-striker's end: Javagal  Srinath backs bowlers | Cricket News - Times of India

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ দেশের অন্যতম সফল বোলার। তিনি ১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি ৬৩ টেস্টে ২৩৬ উইকেট এবং ২২৯টি একদিনের আন্তর্জাতিকে ৩১৫ উইকেট নিয়েছেন। তিনি মহীশূরের শ্রী জয়চামারাজেন্দ্র কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজিতে বিই ডিগ্রি অর্জন করেন।

৫) অনিল কুম্বলে:

Anil Kumble does his bit in fight against COVID-19 | Deccan Herald

শুধু ভারতই নয়, বিশ্বের অন্যতম সেরা লেগ-স্পিনার অনিল কুম্বলে ১৯৯০-২০০৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। তিনি ১৩২টি টেস্টে ৬১৯ উইকেট এবং ২৭১টি একদিনের আন্তর্জাতিকে ৩৩৭ উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি ব্যাঙ্গালোরের ন্যাশনাল স্কুল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই ডিগ্রি অর্জন করেছেন।