পাঁচ ভারতীয় ব্যাটসম্যান যারা ওয়ানডেতে সর্বাধিক ৯০ রানের মাথায় আউট হয়েছেন

৯০ এর ঘরে এসেও সেঞ্চুরি মিস করা অত্যন্ত দুঃখের বিষয়। ক্রিকেট বিশেষজ্ঞরা এই সময়টিকে ‘নার্ভাস নাইনটিস’ বলে উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবেই সেঞ্চুরির মুখে ব্যাটসম্যানেরা কিছুটা হলেও নার্ভাস হয়ে উইকেট হারিয়ে বসেন। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শিখর ধাওয়ান মাত্র ৩ রানের জন্য হাত সেঞ্চুরি হাতছাড়া করেন। এই প্রতিবেদনে এমন ৫ ভারতীয়র কথা বলা হয়েছে যারা সবচেয়ে বেশিবার ৯০ এর ঘরে আউট হয়েছেন। 

১) শচীন টেন্ডুলকার: ১৭ বার

‘মাস্টার ব্লাস্টার’শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরি করেছেন, এর মধ্যে ২৭ বার ৯০ এর ঘরে আউট হয়েছেন, যা একটি অনাকাঙ্ক্ষিত বিশ্বরেকর্ড। শচীন টেন্ডুলকার ভারতের হয়ে মোট ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ও ৪৯টি সেঞ্চুরি সহ ১৮,৪২৬ রান করেছেন। পরিসংখানের কথা বললে, তিনি ওয়ানডেতে ১৭ বার সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফিরে গেছেন।

২) শিখর ধাওয়ান: ৬ বার

এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। রোহিত শর্মা সাথে ওপেনিংইয়ে অনেক দুর্দান্ত ইনিংস খেলে বিশ্বের অন্যতম সেরা জুটি হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছেন। যাইহোক এদিন ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডে ম্যাচে তিনি ৯৭ রানে আউট হয়ে সবাইকে হতবাক করেন। শিখর ধাওয়ান ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে ৬ বার ৯০ এর ঘরে আউট হলেন।

৩) সৌরভ গাঙ্গুলী: ৬ বার

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও নার্ভাস নাইটিসের শিকার হয়েছেন বারবার। একবারে ভারতীয় দলকে অনেক স্মরণীয় ম্যাচে জেতানোর পাশাপাশি এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন। সৌরভ গাঙ্গুলী ভারতের হয়ে মোট ৩১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যার মধ্যে ২২টি সেঞ্চুরি সহ ১১৩৬৩ রান করেছেন। পরিসংখ্যান বলছে তিনি সেঞ্চুরির মুখে ৬ বার আউট হয়েছেন। 

৪) বিরাট কোহলি: ৫ বার

প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি গত কয়েক বছর ধরে তার ব্যাট নিশ্চিত থাকলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ সেঞ্চুরি (৭০) হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। গত দশকে মিডিল অর্ডারে সবচেয়ে বড় দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিরাট কোহলি সবাইকে পিছনে ফেলেছেন। যাইহোক কোহলির ওয়ানডে ক্যারিয়ারের কথা বলে তিনি এখনো পর্যন্ত ৫ বার ৯০ এর ঘরে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন।

৫) বীরেন্দ্র শেহবাগ: ৫ বার

‘বিধ্বংসী’ বীরেন্দ্র শেহবাগ যিনি কখনোই তার নিজস্ব মাইলস্টোনের কথা ভাবেননি। সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরির মুখে ছক্কা হাঁকিয়ে ক্রিকেটের সংজ্ঞাকেই বদলে দিয়েছিলেন। তার মতো বিরল প্রজাতির ব্যাটসম্যান, শুধু ভারত নয় আর কোনো দলই পায়নি। বীরেন্দ্র শেহবাগ ২৫১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৫টি সেঞ্চুরি সহ ৮২৭৩ রান করেছেন। পরিসংখ্যানের কথা বললে শেহবাগ ৯০ এর ঘরে ৫ বার আউট হয়েছেন।