পাঁচ ভারতীয় ব্যাটসম্যান, যারা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৬০০০ রান পূর্ণ করেছেন

এদিন শ্রীলংকার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে শিখর ধাওয়ান নেতৃত্বের দায়িত্ব পেয়ে অসাধারণ ইনিংস খেলার পাশাপাশি তার ওয়ানডে কেরিয়ারে ৬ হাজার রানেরও গণ্ডি পার করেছেন। 

👉🏻 এবার দেখে নেওয়া যাক, যে ৫ ভারতীয় ব্যাটসম্যান, ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৬০০০ রান পূর্ণ করেছেন:-

১) বিরাট কোহলি: ১৩৬ ইনিংস

Sri Lanka v India, 5th ODI Live: Virat Kohli looks to put 5-0 stamp on a  one-sided series

এই তালিকায় সবার প্রথমে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার ধারাবাহিকতায় তাকে শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে। পরিসংখ্যানের কথা বললে মাত্র ১৩৬টি ইনিংসে ভারতীয় হিসেবে তিনি দ্রুততম ৬০০০ রানের গণ্ডি পার করেন। এছাড়াও বিরাট কোহলি বিশ্বের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

২) শিখর ধাওয়ান: ১৪০ ইনিংস 

Pressure is always there in international cricket, I know how to handle it: Shikhar  Dhawan | Cricket News - Times of India

ভারতীয় বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন। শ্রীলংকার বিপক্ষে তার ১৪০ তম ইনিংসে ৬ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন। বর্তমানে তিনি ভারতীয় ‘বি’ দলের অধিনায়ক।

৩) সৌরভ গাঙ্গুলী: ১৪৭ ইনিংস

5 occasions where sourav ganguly cost the match for india with his slow  batting

প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তার অসাধারণ নেতৃত্বগুণের পাশাপাশি ব্যাট হাতে প্রচুর রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে সৌরভের ৬ হাজার রান পূর্ণ করতে লেগেছিল ১৪৭টি ইনিংস।

৪) রোহিত শর্মা: ১৬২ ইনিংস

India vs South Africa, 1st ODI: Here is why Rohit Sharma is 'ready to make  an impact'

রোহিত শর্মা কেরিয়ারের শুরুর দিকে তেমনভাবে সাফল্য না পেলেও ওপেনার হিসেবে তিনি কতটা সাফল্য পেয়েছেন তা কারোরই অজানা নয়। ওয়ানডে ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যানের ৬ হাজার রানের গণ্ডি পার করতে লেগেছিল মোট ১৬২টি ইনিংস।

৫) মহেন্দ্র সিং ধোনি: ১৬৬ ইনিংস

Blast from the past! 31st October, 2006: When Samurai MS Dhoni slayed Sri  Lanka in Jaipur | Cricket News – India TV

ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কেরিয়ারের শুরুর দিকে টপ অর্ডারে ব্যাট করতেন। পরবর্তীকালে নেতৃত্তের দায়িত্ব পেয়ে ব্যাটিং পজিশন বদলে মিডল অর্ডারের চিরাচরিত জায়গা করে নিয়েছিলেন। ধোনি ওয়ানডে ক্রিকেটে ১৬৬টি ইনিংসে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।