আপনার স্মার্টফোনটি হ্যাক হয়নি তো? মিলিয়ে দেখুন এগুলি হয় কিনা

আপনার স্মার্টফোনের যে সমস্যাগুলিকে এতদিন প্রযুক্তিগত সমস্যা বলে ভাবতেন সেটা কোন হ্যাকারদের কাজ নয় তো? আপনার ফোন হ্যাক হলে যে সমস্ত গুলি দেখা দেবে সেগুলি মিলিয়ে নিন, যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কিন্তু এখন থেকেই সাবধান হওয়া উচিত।  

কিছুক্ষণ আগেই দেখলেন ফুল চার্জ কিন্তু একটু ঘাটাঘাটি করতে না করতেই ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে। ভাবছেন ফোনটা একেবারেই গেছে! এই ভেবে চুপ করে বসে থাকবেন না। অনেক ক্ষেত্রে স্মার্টফোন হ্যাক হলে এমনটা হয়ে থাকে।

How to Properly Charge a Phone Battery

আসলে আপনার অজান্তেই ফোনের মধ্যে এমন কোনো অ্যাপ্লিকেশন চলছে যার ফলে এই সমস্যাগুলি দেখা দেয় আর এই ভাবেই হ্যাকাররা হানা দিচ্ছে আপনার স্মার্টফোনে।

দীর্ঘক্ষন গেম খেললে কিংবা কল করলে হ্যান্ডসেট গরম হয়ে যায়, এটা একটা সাধারন বিষয়। কিন্তু এর যদি উল্টোটা হয় অর্থাৎ আপনি ফোন ব্যবহার করলেন না অথচ খুব গরম হয়ে গেল, যদি এমনটা হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান।

Smartphone PIN can be extracted from heat traces of fingers | Technology News | Zee News

অনেক সময় দেখা যায় ফোনে কিছু করছেন অথচ নিজে থেকেই ফোনটা বন্ধ হয়ে গেল। কিংবা নিজে থেকেই কিছু নাম্বার ডায়াল হচ্ছে বা কিছু অ্যাপ্লিকেশন খুলে যাচ্ছে। এই সমস্যাগুলি যদি প্রায়ই হয়ে থাকে, তাহলে আপনার ফোন হ্যাক হবার সম্ভাবনা অনেকটাই বেশি।

কখনো কখনো এটাও দেখা গিয়েছে যে, হ্যাক হয়ে যাওয়া ফোন কিছুতেই বন্ধ হয় না বা বন্ধ করতে গেলে অন্য কোন অ্যাপ্লিকেশন খুলে যায় কিংবা ফোনের লাইট জ্বলে এগুলো কিন্তু হ্যাক হবার লক্ষণ।

MC10, AbbVie Plan Clinical Trials of BioStamp nPoint Device in MS

অনেক সময় ফোনে কথা বলার সময় খুব বাড়তি আওয়াজ শুনতে পান বা নিজের কথা ইকো হয়। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন সেখানে কোনো রকম চিৎকার চেচামেচি হচ্ছে না। এই ক্ষেত্রে ফোন খারাপ হলেই শুধু এমনটা হয় না, অনেক সময় হ্যাকও হয়ে থাকে।  

সবশেষে জানিয়ে রাখি, উপরোক্ত বিষয়গুলি যদি আপনার ফোনে হয়ে থাকে তার মানে এই নয় যে হ্যাক হয়েছে। তবুও হালকাভাবে নেওয়া উচিত নয়। সার্ভিস সেন্টারে গিয়ে অবশ্যই চেকআপ করিয়ে নিন।