চোখের ধাঁধা: 3040-র ভিড়ে একটি 3840 লুকিয়ে রয়েছে, খুঁজে বের করুন ১৫ সেকেন্ডের মধ্যে!

বলুন তো 3840 সংখ্যাটি কোথায় লুকিয়ে রয়েছে?

Optical illusion: অপটিক্যাল ইলিউশন মানেই হল চোখের বিভ্রম। এগুলি সমাধান করতে অনেকেই পছন্দ করেন। কখনো এর মধ্যে লুকিয়ে থাকা জিনিসটি আবার কখনো ছবির ভুলটি খুঁজে বের করতে হয়। এগুলি যেমন মজাদার তেমন আকর্ষণীয়ও। এবার আপনি যদি এই ধরনের ধাঁধা সমাধান করার মাস্টার হন, তাহলে এই প্রতিবেদনে আরো একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে।

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন, একটি নীলচে ব্যাকগ্রাউন্ডের উপর অসংখ্য 3040 সংখ্যাটি লেখা রয়েছে। প্রথম দৃষ্টিতে সবগুলি একই মনে হবে। কিন্তু এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি অন্য সংখ্যা, যাকে খুঁজে বের করতে অনেকেই হিমশিম খাচ্ছেন। সেই সংখ্যাটি উপরেই মেনশন করে দেওয়া হয়েছে, ‘3840’! আপনি যদি এই চ্যালেঞ্জটি পূরণ করতে পারেন মানতেই হবে আপনার দৃষ্টিশক্তি খুবই ভালো।

Image

দাবি করা হয়েছে, যাদের দৃষ্টিশক্তি ভালো তারাই কেবল এই ছবিতে লুকিয়ে থাকা ‘3840’ খুঁজে পাবেন। আসলে এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার উদ্দেশ্য হল কার কতটা দৃষ্টিশক্তি ভালো তা বোঝার জন্য। এমনকি এর মাধ্যমে দৃষ্টিশক্তির পাশাপাশি মস্তিষ্কের সংযোগকারী কোষ গুলো সক্রিয় হয়ে ওঠে। সুতরাং, এটা যে একপ্রকার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো ব্যায়াম, তা বলা যেতেই পারে।

এর বিশেষ বিষয় হলো, আপনি যদি এই সংখ্যার ভিড়ে লুকিয়ে থাকা ‘3840’-কে ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে পান, তাহলে জানবেন আপনার দৃষ্টিশক্তি খুবই ভালো। কিন্তু যারা ওই লুকিয়ে থাকা সংখ্যাটিকে খুঁজতে ব্যর্থ হয়েছেন, তাতে চিন্তা করার কিছু নেই আমরা নিচে লাল মার্ক করে বুঝিয়ে দিয়েছি। ‘3840’ সংখ্যাটি রয়েছে ১৩ নম্বর সারির দ্বিতীয় অংশে।

Image

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চ্যালেঞ্জ পূরণ করার জন্য শুধুমাত্র দৃষ্টিশক্তির প্রয়োজন হয়। যার দৃষ্টিশক্তি যতটা ভালো তারা ততই দ্রুত চ্যালেঞ্জটি পূরণ করতে পারবেন। এর পাশাপাশি দৃষ্টিশক্তির পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়। এই ধরনের ধাঁধাগুলি আপনার মানসিক স্বাস্থ্যেরও পরিচয় দেয়। সর্বোপরি, এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।