GK ক্যুইজ : কোন দেশের প্রতিটি নাগরিক একজন সৈন্যের সমান?

সেনাবাহিনীতে যোগদান করতে হয় কোন দেশে নাগরিকদের

General Knowledge Quiz : দেশ ও বিদেশ সম্পর্কে জানার সবচেয়ে ভালো মাধ্যম হলো সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া এগুলি বর্তমানে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই আপনিও যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এগুলি অবশ্যই জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ ওনাম (Onam) কোন রাজ্যের বিখ্যাত উৎসব?
উত্তরঃ ওনাম হলো দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ১০ দিনের ফসল কাটার একটি বার্ষিক উৎসব।

২) প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন করেছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru) ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৬৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

৩) প্রশ্নঃ জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তরঃ পার্শ্বনাথ ছিলেন জৈনদের ২৩তম তীর্থঙ্কর।

৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ (West Bengal) ভারতের অঙ্গরাজ্য হিসেবে কবে অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত হয়।

৫) প্রশ্নঃ মহারাজ শিবাজী (Maharaja Shivaji) ‘ছত্রপতি’ ছাড়াও আর কোন উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তরঃ ‘গো ব্রাহ্মণ প্রতিপালক’ নামে উপাধি গ্রহণ করেছিলেন শিবাজী।

৬) প্রশ্নঃ ভারতের উত্তরতম স্থান বা বিন্দু কোনটি?
উত্তরঃ কাশ্মীরের ইন্দিরা কল (Indira Col)।

৭) প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যকে ছেদ করেছে?
উত্তরঃ আটটি রাজ্যকে কর্কটক্রান্তি রেখা ছেদ করেছে। যেগুলি হল – গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম।

৮) প্রশ্নঃ জাতীয় পতাকা দেশের কীসের প্রতীক?
উত্তরঃ স্বাধীনতা ঐক্য এবং মর্যাদার প্রতীক হলো দেশের জাতীয় পতাকা।

৯) প্রশ্নঃ কোন রাজ্যের গণ্ড উপজাতি (Ganda tribe) মানুষ সেটা বসবাস করে?
উত্তরঃ মধ্যপ্রদেশ রাজ্যে।

১০) প্রশ্নঃ কোন দেশের প্রতিটি নাগরিক একজন সৈন্যের সমান?
উত্তরঃ ইজরায়েল (Israel) বিশ্বের একমাত্র দেশ যেখানে ১৮ বছরের ছেলে ও মেয়েদের কমপক্ষে ২ থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনীতে যোগদান করতে হয়। অর্থাৎ ইজরায়েলের প্রতিটি নাগরিক একজন সৈন্যের সমান।