GK : জানেন ভূমিকম্পের কারণে কোন নদীর জল উল্টো দিকে বইতে শুরু করেছিল?

কোন নদীর জল বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করে ভূমিকম্পের কারণে?

General Knowledge Quiz : যেকোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউতে প্রার্থীদের জ্ঞানের পরিধিকে যাচাইয়ের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। এরমধ্যে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি সবচেয়ে বেশি থাকে। তাই ইন্টারভিউতে বাজিমাত করতে হলে এ ধরনের প্রশ্নগুলো জেনে রাখা উচিত। তাই এই প্রতিবেদনে তেমনি কিছু তথ্য নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ বিশ্বের কোন অঞ্চলটি “রিং অফ ফায়ার’ নামে পরিচিত?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরের নীচে অবস্থিত সবচেয়ে বড় আগ্নেয়গিরি এলাকাটি ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত।

২) প্রশ্নঃ কোন শহরকে একদিনের জন্য ভারতের রাজধানী ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ এলাহাবাদ (বর্তমান প্রয়াগরাজ) ১৮৫৮ সালে একদিনের জন্য ভারতের রাজধানী ঘোষণা করা হয়।

৩) প্রশ্নঃ ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন কখন এবং কোথায় চলে?
উত্তরঃ ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেনটি ১৯২৫ সালের ৩রা ফেব্রুয়ারী বোম্বে ভিটি এবং কুরলা হারবারের মধ্যে ছুটেছিল।

৪) প্রশ্নঃ ভারতীয় পুলিশের ইউনিফর্ম খাকি রঙের কেন?
উত্তরঃ যেহেতু এটি খাকি রঙের, তাই এটি ময়লা হলে সহজে দেখা যায় না।

৫) প্রশ্নঃ ভারতীয় ক্রিকেট দল কখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং দলের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ ভারতীয় ক্রিকেট দল ১৯৩২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং দলের অধিনায়ক ছিলেন সিকে নাইডু।

৬) প্রশ্নঃ কোন মাছ এক চোখ খোলা রেখে ঘুমায়?
উত্তরঃ ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।

৭) প্রশ্নঃ ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তরঃ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

৮) প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম কোথায় হিং চাষ শুরু হয়?
উত্তরঃ হিমাচল প্রদেশের লাহৌল স্পিটিতে ভারতে হিং চাষ শুরু হয়েছে।

৯) প্রশ্নঃ DSLR ক্যামেরার পুরো নাম কি?
উত্তরঃ ডিএসএলআর ক্যামেরার পুরো নাম ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (Digital Single Lens Reflex) ক্যামেরা।

Image

১০) প্রশ্নঃ ভূমিকম্পের কারণে কোন নদীর জল উল্টো দিকে বইতে শুরু করেছিল?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি (Mississippi) নদী বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করেছিল ১৮১২ সালের একটি ভয়াবহ ভূমিকম্পের কারণে।