চাইনিজ ফোন কিনবেন না? তাহলে এই ৭টি সংস্থার ফোন কিনতে পারেন

ভারত চীন সীমান্ত নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সংঘর্ষের জেরে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। এরপর এই সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে বিভিন্ন মহলে চিনা দ্রব্য বয়কটের দাবি উঠেছে। চীনা অ্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু ভারতের নিষিদ্ধ হতে চলেছে।

চীনের এমন বর্বরোচিত ব্যবহারের পর কোন ভারতীয় আর চাইনিজ ফোন ব্যবহার করতে চান না। এখন অধিকাংশ মানুষ চাইছেন মেড ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় কোম্পানির ফোন কিনতে। তবে এই সংস্থার ফোন গুলো কিনতে পারেন চলুন জেনে নেওয়া যাক –

১) অ্যাপেল:

Top iPhone 11 Pro Max cases for better protection » Gadget Flow

অ্যাপেল হলো একটি মার্কিন সংস্থার এর ফ্লাগশিপ তৈরি করে আইফোন। যদিও এই ফোনগুলির মূল্য অনেক বেশি, কিন্তু এর পারফরম্যান্স ক্ষমতা সবার চাইতে বেশি এবং অত্যাধুনিক ফিচারস রয়েছে। কয়েকটি Apple-এর ফোন: Apple iPhone SE 2020, Apple iPhone 8, iPhone XR ইত্যাদি।

২) স্যামসাং:

Samsung Galaxy M21 unboxing first impressions the 6000mAh battery ...

স্যামসাং হল দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক স্মার্টফোন সংস্থা। ভারতে এই স্মার্টফোনের বাজার একসময় সবার সেরা ছিল। কয়েকটি স্যামসাং – এর ফোন: Samsung Galaxy M21, Samsung Galaxy M31, Samsung Galaxy M30s

৩) গুগল:

Amazon slashes the price of the Google Pixel 3 to $349 (updated ...

গুগল হলো অত্যাধুনিক মার্কিন সংস্থার স্মার্টফোন। এর যথেষ্ট চাহিদা রয়েছে ভারতের বাজারে। Google Pixel 3 অসাধারণ একটি স্মার্টফোন।

৪) সনি:

Sony Xperia 1 II gets release date and high price - Android Authority

সনি হল একটি জাপানি সংস্থার স্মার্টফোন। ভারতবর্ষে এই স্মার্টফোনের খুবই জনপ্রিয়তা রয়েছে। বেশ কিছু ভাল ফিচার যুক্ত স্মার্টফোন লঞ্চ করেছে। যেমন: Sony Xperia Z5 Dual

৫) এইচটিসি:

HTC's next smartphone to feature 5G support, Snapdragon 855 - TechSpot

এইচটিসি একটি তাইওয়ানীয় সংস্থা এবং এই কোম্পানি স্মার্টফোনগুলিও ভারতে খুবই চাহিদা রয়েছে। কয়েকটি এইচএসসির ভালো ফিচারস যুক্ত ফোন: HTC Wildfire X, HTC Desire 12 Plus

৬) আসুস:

Asus ZenFone Max Pro M2 Review—More Xiaomi Than Xiaomi? | HuffPost ...

আসুস তাইওয়ানীয় সংস্থার স্মার্টফোন কোম্পানি। এই স্মার্টফোনের গেমিং পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো। কয়েকটি আসুসের সেরা ফোন হলো: Asus Zenfone Max M2, Asus Zenfone 5Z, Asus Max Pro M1

৭) নোকিয়া:

Better late than never right? Nokia 7.2 Android 10 update is here ...

একসময় পৃথিবীতে বাজার ছেয়ে গিয়েছিল নোকিয়ার। এই ফিনল্যান্ড সংস্থার স্মার্টফোন গুলি পুনরায় অসাধারণ ফিচারসহ লঞ্চ করতে শুরু করেছে। যেমন: Nokia 3.1 Plus, Nokia 5.1 Plus