ইন্টারভিউ প্রশ্ন: একটা ছেলে কি এমন কাজ করে যেটা একটা মেয়েকে কাঁদায়?

Interview Questions: প্রতিটা ছাত্রের স্বপ্ন থাকে দেশের হয়ে আইএএস বা আইপিএস অফিসার হওয়া। কিন্তু ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ নয়। অনেক কঠোর পরিশ্রম করতে হয়। সিভিল সার্ভিসের পরীক্ষা কে সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। তাই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতিবছর ইউপিএসসি পরীক্ষায় বসে, কিন্তু তাদের মধ্যে কয়েকজনই সফল হয়।

সাধারণত আইএএস বা আইপিএস অফিসার হওয়ার জন্য প্রার্থীদের চাকরির পরীক্ষায় তিনটি বিভাগ রয়েছে। প্রথম দুটি লিখিত এবং তৃতীয়টি ইন্টারভিউ। তবে ইন্টারভিউ চলাকালীন এমন অনেক প্রশ্ন ঘুরিয়ে করা হয় কখনো কখনো প্রার্থীরাও বিভ্রান্ত হয়ে পড়েন। বিগত বছরগুলিতে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল, এবার উত্তর সহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: পশ্চিমবঙ্গ কয়টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে?
উত্তর: তিনটি দেশ। পূর্বে বাংলাদেশ, উত্তরে ভুটান এবং উত্তর-পশ্চিমে নেপালের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে।

২) প্রশ্ন: ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ এই রহস্যময় স্থানটি কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: আটলান্টিক মহাসাগরে।

৩) প্রশ্ন: মহাকাশে প্রথম কোন ফুলটি ফুটেছে?
উত্তর: জিনিয়া।

৪) প্রশ্ন: ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম নদী কোনটি?
উত্তর: আরবাড়ি (Arvari)। রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য মাত্র ৯০ কিমি।

৫) প্রশ্ন: ‘মানব ক্যালকুলেটর’ নামে পরিচিত কে?
উত্তর: শকুন্তলা দেবী। একবার তিনি দুটি ১৩ ডিজিটের গুনফল ২৮ সেকেন্ডের মধ্যে বের করেছিলেন।

৬) প্রশ্ন: ডক্টর আব্দুল কালামের স্মরণে কোন দেশে বিজ্ঞান দিবস পালন করা হয়?
উত্তর: সুইজারল্যান্ড। ২০০৬ সালে ২৬শে মে তার আগমনের দিনটিকে ‘বিজ্ঞান দিবস’ হিসেবে ঘোষণা করেছিল সুইজারল্যান্ড সরকার।

৭) প্রশ্ন: বর্তমান পৃথিবীর সর্ববৃহৎ প্রাণীটির নাম কি?
উত্তর: নীল তিমি।

৮) প্রশ্ন: ভারতবর্ষের সবচেয়ে বড় জেলার নাম কি?
উত্তর: গুজরাটের কচ্ছ।

৯) প্রশ্ন: পৃথিবীতে কোন ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে?
উত্তর: চাইনিজ।

১০) প্রশ্ন: দেশলাই কে আবিষ্কার করেন?
উত্তর: জন ওয়াকার।

১১) প্রশ্ন: মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি
উত্তর: ত্বক।

১২) প্রশ্ন: জাপানের মুদ্রার নাম কি?
উত্তর: জাপানি ইয়েন।

১৩) প্রশ্ন: পৃথিবীতে শেষ বিশ্বযুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৯৪৫ সালে (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)।

১৪) প্রশ্ন: বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি?
উত্তর: ভারতবর্ষ।

১৫) প্রশ্ন: একটা ছেলে কি এমন কাজ করে যেটা একটা মেয়েকে কাঁদায়?
উত্তর: বিয়ের পর যখন মেয়েটি তার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আসে। (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।