GK প্রশ্ন : জানেন লেডিস সাইকেলের সামনে রড থাকে না কেন?

যে কারণে লেডিস সাইকেলে সামনে রোড থাকে না?

General Knowledge Quiz : সাইকেল হল পরিবেশবান্ধব একটি যান। নিয়মিত সাইকেল চালানো স্বাস্থ্যের পক্ষেও ভালো। তবে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেচেন পুরুষ ও মহিলাদের সাইকেলের গঠন অনেকটাই আলাদা। আসলে লেডিস সাইকেলে সামনের রড থাকে না, কিন্তু কেন জানেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন ভারতীয় বিজ্ঞানীর আগমনের দিনটিকে সুইজারল্যান্ড সরকার জাতীয় বিজ্ঞান হিসেবে ঘোষণা করেছিল?
উত্তরঃ ড: এপিজে আবদুল কালামের আগমনের দিনটিকে স্মরণীয় করে রাখতে সুইজারল্যান্ড সরকার জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে (২৬শে মে)।

Image

২) প্রশ্নঃ এখনো পর্যন্ত ভারতে মোট কতজন মানুষকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে?
উত্তরঃ এখনো পর্যন্ত ৬১ জন মানুষের ফাঁসি হয়েছে ভারতবর্ষে।

৩) প্রশ্নঃ একশৃঙ্গ গন্ডার ভারতের কোন রাজ্যের রাজ্য পশু?
উত্তরঃ একশৃঙ্গ গন্ডার হলো আসাম রাজ্যের রাজ্য পশু।

৪) প্রশ্নঃ বিশ্বসুন্দরী হওয়া ভারতীয় প্রথম মহিলা নাম কী?
উত্তরঃ রিতা ফারিয়া প্রথম ভারতীয় মহিলা যিনি ১৯৬৬ সালে বিশ্ব সুন্দরী হয়েছিলেন।

৫) প্রশ্নঃ মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ গুজরাটে জন্মেছিলেন মহাত্মা গান্ধী।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবার প্রথমে সূর্য অস্ত যায়?
উত্তরঃ নিউজিল্যান্ড দেশে সবার প্রথমে সূর্য অস্ত যায়।

Image

৭) প্রশ্নঃ বিশ্বে কত জন মানুষ বাংলা ভাষায় কথা বলেন?
উত্তরঃ বিশ্বের প্রায় ২৬ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি শাল গাছ আছে?
উত্তরঃ মধ্যপ্রদেশে সবথেকে বেশি শাল গাছ পাওয়া যায়।

৯) প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৩ এপ্রিল ১৯১৯ সাল।

Image

১০) প্রশ্নঃ জানেন লেডিস সাইকেলের সামনে রড থাকে না কেন?
উত্তরঃ আসলে লেডিস সাইকেলের সামনে রড থাকলে মহিলাদের পোশাক উঠে যেতে পারে। ফলে সেটা অস্বস্তির কারণ হবে। তাই মহিলাদের স্বাচ্ছন্দের কথা ভেবেই তাদের সাইকেলের সামনে রড রাখা হয় না।