জানেন মাথায় দুটি মোড় দেখা যায় কেন? এমনটা হওয়ার কারণ জানলে অবাক হবেন!

যে কারণে মানুষের মাথায় দুটি মোড় দেখা যায়

Whirls In Head: প্রতিটি মানুষের চুলের গঠন অনুযায়ী মোড় তৈরি হয়। তবে মহিলাদের চুল বেশি হওয়ায় এটা খুব একটা বোঝা যায় না। যেহেতু পুরুষদের চুল ছোট করে কাটা হয় তাই তাদের মাথায় মোড় স্পষ্ট বোঝা যায়। লোকমুখে প্রচলিত আছে, যাদের মাথায় দুটি মোড় তাদের নাকি দুবার বিয়ে হয়। কিন্তু এই ভবিষ্যৎবাণী কি সত্যিই হয় নাকি এর পিছনে কোন বৈজ্ঞানিক (scientific) কারণ রয়েছে?

আসলে, মাথায় দুটি মোড় হওয়ার পেছনের কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন। খুবই কম সংখ্যক মানুষেরই মাথায় দুটি মোড় দেখা যায়। এমনকি বয়স্করাও অনেক সময় এই ব্যাপারে উদ্বিগ্ন হন যে তাদের সন্তানদের জীবনে কোনও সমস্যা হতে পারে। আবার কেউ কেউ বলেন, যাদের মাথায় দুটি মোড় রয়েছে, তারা দুইবার বিয়ে করে।

Image

কিন্তু যাদের মাথায় দুটি মোড় রয়েছে তাদের কি আদৌ দুটি বিয়ে হয়? কিন্তু সাধারণত বেশিরভাগ মানুষের মাথায় একটিমাত্র মোড় দেখা যায়। একটি বিশেষ সমীক্ষায় দেখা গিয়েছে যে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৫% মানুষের মাথায় দুটি মোড় দেখা যায়।

কিন্তু বৈজ্ঞানিকদের মতে, এর পেছনের আসল কারণটি রয়েছে বংশগতি। দুটি পাকানো মোড় যুক্ত চুলের গঠনে প্রধান ভূমিকা পালন করে জিন। বিশেষজ্ঞদের দাবি, কোন পুরুষ বা মহিলার মাথায় যদি দুটি মোর থাকে তাহলে বুঝতে হবে তিনি উত্তরাধিকারসূত্রে পরিবারের কোনো সদস্যের থেকে পেয়েছেন। এটা অস্বাভাবিক কিছু নয়। এটিও একটা শারীরিক বৈশিষ্ট্য।

কিন্তু এখনো অনেক মানুষ বিশ্বাস করেন যে, মাথায় দুটি মোড় থাকা মানেই দ্বিতীয়বার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বিবাহ বিচ্ছেদের আশঙ্কাও রয়েছে। কিন্তু এ বিষয়ে আজ পর্যন্ত সঠিক তথ্য কেউ দিতে পারেনি। এদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, যে যাদের মাথায় দুটি মোড় থাকে তারা অত্যন্ত শুভ হয়ে থাকেন। এরা খুবই স্পষ্টবাদী এবং ধৈর্যশীল স্বভাবের হয় এবং সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে ও সকলকে সহায়তা করে।