GK প্রশ্ন : জানেন রেল লাইনের ট্র্যাকে কখনো মরিচা ধরে না কেন?

যে কারণে রেল লাইনের পাতে কখনো মরিচা ধরে না?

General Knowledge Quiz : আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেকোন লোহার ধাতব বায়ু ও জলের সংস্পর্শে থাকলে ধীরে ধীরে মরিচা পড়তে শুরু করে, কিন্তু রেল লাইনের ক্ষেত্রে এমনটা হয় না, কেন জানেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন ফল পাকতে প্রায় দু বছর সময় লাগে?
উত্তরঃ আনারস ফলটি প্রায় দু বছর সময় লাগে।

২) প্রশ্নঃ অল্প বয়সে চুল ধূসর হয়ে যায় কেন?
উত্তরঃ অল্প বয়সে চুল ধূসর হয়ে যাওয়ার কারন হল ভিটামিন-12 এর অভাবে।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে একটিও নিউজ চ্যানেল নেই?
উত্তরঃ গ্রিস দেশে একটিও নিউজ চ্যানেল নেই।

৪) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হল নালন্দা বিশ্ববিদ্যালয়।

৫) প্রশ্নঃ কোন গাছের আকৃতি অনেকটা মানুষের মতো?
উত্তরঃ ম্যানড্রেক গাছের আকৃতি অনেকটা মানুষের মতো।

Image

৬) প্রশ্নঃ ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী।

৭) প্রশ্নঃ কোন প্রাণী জন্মের পর টানা দুমাস ঘুমায়?
উত্তরঃ ভাল্লুকের বাচ্চা জন্মের পর টানা দুমাস ঘুমায়।

৮) প্রশ্নঃ কম্পিউটারের কিবোর্ড এর কোন বোতামে কোন নাম লেখা নেই?
উত্তরঃ স্পেস বার বোতামে কোন নাম লেখা নেই।

৯) প্রশ্নঃ মাছেরা চোখ খোলা রেখে ঘুমায় কেন?
উত্তরঃ কারণ মাছেদের চোখের পলক নেই।

Image

১০) প্রশ্নঃ জানেন রেল লাইনের ট্র্যাকে কখনো মরিচা ধরে না কেন?
উত্তরঃ কারণ রেল লাইনের ট্র্যাক তৈরিতে স্টিল এবং ম্যাঙ্গানিজ মিশিয়ে প্রস্তুত করা হয়, যাকে বলা হয় ম্যাঙ্গানিজ স্টিল। এতে ১২% ম্যাঙ্গানিজ এবং ০.৮% কার্বন রয়েছে৷ এই কারণে ট্র্যাকগুলিতে অক্সিডেশনের কোনও প্রভাব নেই, সেই কারণেই বহু বছর হয়ে গেলেও রেললাইনে মরিচা ধরে না।