জেলে থাকা কয়েদীদের কেন সাদা-কালো পোশাক দেওয়া হয়, জানেন?

চলচ্চিত্রে হোক কিংবা বাস্তবে আপনি অবশ্যই দেখে থাকবেন জেলে থাকা কয়েদীদের সাদা কালো পোশাক পড়ে থাকতে। তবে কখনো কি ভেবে দেখেছেন কারাগারে বন্দীদের এই ধরনের পোশাক দেওয়া হয় কেন?

জেলে বন্দী থাকা আসামিদের জন্য ইউনিফর্ম হিসেবে সাদা-কালো পোশাক দেওয়া হয়। বলা হয় এই নিয়মটি ১৮০০ সালের গোড়ার দিকে আমেরিকায় এসেছিল। তখন থেকেই শুরু হয় আধুনিক ধরনের জেলখানা। তবে এখানে ধূসর কালো রঙের একটি স্ট্রাইপযুক্ত পোশাক দেওয়া হতো।

খবর সূত্রে জানা গেছে যে, সবচেয়ে বড় যদি কোন কারণ হয়ে থাকে সেটি হল আসামিরা যদি জেল থেকে পালিয়ে যায় তাহলে লোকেরা সহজে তাদের চিনতে পারবে এবং পুলিশকে জানাতে পারবে। এছাড়াও তাদের মধ্যে শৃংখলার চেতনা পূরণ করার জন্য এই ধরনের পোশাক দেওয়া হয়। 

বলা হয়, ধূসর কালো পোশাক ‘লজ্জার প্রতীক’ হিসেবে দেওয়া হতো আগে। কিন্তু যখন বন্দীদের মানবাধিকারের কথা নিয়ে প্রসঙ্গ ওঠে, তখনই এই পোশাকটি বদলে ১৯ শতক থেকে সাদা কালো পোশাক দেওয়া চালু হয়।

শুধুমাত্র ভারতেই সাদাকালো পোশাক বন্দীদের দেওয়া হয় না। বিশ্বের নানান দেশে বিভিন্ন রকমের পোশাক দেওয়া হয়। ভারত সম্পর্কে কথা বলতে গেলে, ব্রিটিশ আমলে আসামিদের মানবাধিকার বিবেচনা করা হতো। সেই তখন থেকেই এই সাদা-কালো পোশাকটি দেওয়া শুরু হয়েছিল।

কিন্তু সকল বন্দীদের এই ধরনের পোশাক দেওয়া হয় না। যেসব আসামিরা সাজা পেয়েছেন কেবল তাদেরই এই ধরনের পোশাক দেওয়া হয়। এর বাইরে যাদের হেফাজতে রাখা হয় তারা সাধারন পোষাকেই থাকেন।