GK প্রশ্ন : ঘড়িতে ১.৩০ বাজলে দেড়টা বলা হয় কেন জানেন?

জানেন ১.৩০ কে দেড় বলা হয় কেন?

General Knowledge Quiz : যখনই ঘড়িতে ১টা বেজে ৩০ মিনিট হয়, তখন সকলেই দেড়টা বলে। কিন্তু কেন জানেন কি? এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর জেনে নিন, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে।

১) প্রশ্নঃ জানেন রাম ও রাবণের যুদ্ধ কতদিন ধরে চলেছিল?
উত্তরঃ হিন্দু পুরাণ এবং মহাকাব্য রামায়ণ অনুসারে, লঙ্কার রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ মোট ১০দিন ধরে চলেছিল। এই মহাকাব্যিক যুদ্ধটি লঙ্কা যুদ্ধ নামে পরিচিত।

Image

২) প্রশ্নঃ মালদ্বীপ কত সালে স্বাধীন হয়েছিল?
উত্তরঃ ১৯৬৫ সালে মালদ্বীপ স্বাধীন হয়।

৩) প্রশ্নঃ সূর্যের কন্যা কোন গাছকে বলা হয়?
উত্তরঃ তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়।

৪) প্রশ্নঃ মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর?
উত্তরঃ মেলানিন শরীরে যত বেশি থাকবে তার গায়ের রং তত বেশি কালো হবে।

৫) প্রশ্নঃ পুরো পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবচাইতে বেশি?
উত্তরঃ O+ রক্তের গ্রুপের মানুষের সবচাইতে বেশি।

Image

৬) প্রশ্নঃ ভারতের সপ্তাহের কোন দিনে সবথেকে ভালো সিনেমা মুক্তি পায়?
উত্তরঃ শুক্রবার।

৭) প্রশ্নঃ কোন দেশে সব থেকে বেশি কাগজ তৈরি হয়?
উত্তরঃ চীন দেশে সবথেকে বেশি কাগজ তৈরি হয়।

৮) প্রশ্নঃ কোন প্রাণীর একটা দাঁতের ওজন প্রায় দুই কেজি?
উত্তরঃ হাতির একটা দাঁতের ওজন প্রায় দুই কেজি।

৯) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে লম্বা ঘাসের নাম কি?
উত্তরঃ পৃথিবীর সব থেকে লম্বা ঘাসের নাম হল বাঁশ। (আসলে বাঁশ এক প্রজাতির ঘাস)।

Image

১০) প্রশ্নঃ ঘড়িতে ১.৩০ বাজলে দেড়টা বলা হয় কেন জানেন?
উত্তরঃ আসলে এর পিছনে রয়েছে প্রাচীন ভারতীয় ভাষার ইতিহাস। অতীতে ভারতের দেড়, আড়াই এবং ত্রৈমাসিক গণনা পদ্ধতি ছিল। এই শব্দগুলিকে ভগ্নাংশ হিসেবে ব্যবহার করা হতো। ভগ্নাংশ হল এমন একটি সংখ্যা যা পূর্ণ সংখ্যার একটি অংশ। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হলো ভগ্নাংশ। যেমন ৩ কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১.৫। ১ এবং ১-এর অর্ধেক। তাই এখানে অর্ধেক সংখ্যাটিকে দেড় বলে বলা হয়।