রাবণ বিভীষণের কন্যাকে কেন ভয় পেতেন? কারণ জানলে অবাক হবেন

যে কারণে বিভীষণের কন্যাকে রাবণ ভীষণ ভয় পেতেন

Vibhishana’s daughter: রামায়নে (Ramayana) বর্ণিত সকল চরিত্র কমবেশি আমরা সকলেই জানি। তবে রাবণের ভাইয়ের কন্যা অর্থাৎ বিভীষণের মেয়ের সম্পর্কে খুব কম মানুষই জানেন। আশ্চর্যের বিষয় হলো রাবণ (Ravana) এত শক্তিশালী হওয়ার পরও বিভীষণের কন্যাকে যমের মত ভয় পেত। এর কারণ বিস্তারিত আলোচনা করা হলো।

Image

বিভীষণের কন্যা খুবই সাহসী এবং তার ভবিষ্যৎবাণী গুলি সব সময় সঠিক হতো। কিন্তু কেন রাবণ বিভীষণ কন্যাকে এত ভয় পেত? রামচরিত মানসের (Ramacharita Manas) একটি শ্লোকে উল্লেখ করা হয়েছে যে, বিভীষণ কন্যার অনেক দৈব, ঐশ্বরিক এবং দেবদূতের ক্ষমতা ছিল।

বিভীষণের কন্যার ভবিষ্যৎবাণী এতটাই শক্তিশালী ছিল যে, তিনি যাই বলতেন তাই সত্য বলে প্রমাণিত হত। রামায়ণের কাহিনী এবং রাম-রাবণের যুদ্ধের বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। কে এই বিভীষণের কন্যা? আসলে তিনি ত্রিজাতা (Trijata) ছাড়া আর কেউ নন।

Image

রামচরিত মানসে বিভীষণের কন্যা ত্রিজাতাকে একটি রাক্ষসী বলে বর্ণনা করা হয়েছে। আসলে এই ত্রিজাতা যিনি মা সীতাকে (Sita) অশোক ভাটিকায় (Ashoka Bhatika) অন্যান্য রাক্ষসদের হাত থেকে সবসময় রক্ষা করেছিলেন।

ত্রিজাতা অশোক ভাটিকায় বাস করলেও তার অনেক অস্ত্র এবং দৈব শক্তির জ্ঞান ছিল। এর সাহায্যে তিনি মা সীতা দেবীকে দৈবশক্তির মাধ্যমে শ্রীরামের লঙ্কা আক্রমণ থেকে রাবণের মৃত্যু পর্যন্ত কাহিনী বর্ণনা করেছিলেন। এও জানিয়ে রাখি প্রতিমুহূর্তে তিনি সীতাকে খবর দিতেন।

Image

বিশ্বাস করা হয়, যে রাবণ ত্রিজাতের ক্ষমতা সম্পর্কে জানতেন। ত্রিজাতা দেখতে যেমন সরল তেমনি শক্তিশালী। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই সঠিক বলে প্রমাণিত হয়েছিল। রাবণ জানতেন যে ত্রিজাতা বিষ্ণুর ভক্ত। সেজন্য রাবণ থেকে যমের মতো ভয় করতেন।