GK প্রশ্ন : জানেন ভারতের সবচেয়ে প্রশস্ত ও গভীরতম নদীটির নাম কী?

দেশের সবচেয়ে প্রশস্ত ও গভীরতম নদীটির নাম কী জানেন?

General Knowledge Quiz : ভারতবর্ষে ছোট বড় অসংখ্য নদনদী রয়েছে। প্রতিটি নদীর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এরমধ্যে কিছু নদী আয়তনে, দৈর্ঘ্যে অথবা চওড়ায় সবচেয়ে বড়। তবে আপনি কি জানেন ভারতের সবচেয়ে প্রশস্ত ও গভীরতম নদীটির নাম কী? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে, এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ পুরীর রথ যাত্রায় কার রথ সবার আগে থাকে?
উত্তরঃ পুরীর রথযাত্রায় প্রথমে বলরাম, তারপর সুভদ্রা এবং সবার শেষে জগন্নাথ দেবের রথ থাকে।

২) প্রশ্নঃ আমাদের মোবাইলে ডায়াল প্যাডের সমস্ত নম্বরগুলি গুন করলে গুনফল কত হবে?
উত্তরঃ শূন্য হবে। কেননা শূন্যের সঙ্গে যা কিছু গুন করা হোক না কেন গুণফল শূন্য হয়।

৩) প্রশ্নঃ খিদে মেটানোর জন্য চুরি করলে কোন দেশের শাস্তি হয় না?
উত্তরঃ ইতালি দেশে।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে মোট ৫৪টি দেশ রয়েছে।

৫) প্রশ্নঃ বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয়?
উত্তরঃ এপিকালচার।

Image

৬) প্রশ্নঃ কোন গাছকে বলে সূর্যের কন্যা?
উত্তরঃ তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়।

৭) প্রশ্নঃ মাত্র ২১ বছর বয়সে মারা গিয়েছিলেন কোন কবি?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছর বয়সে মারা যান।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম টিভি সিরিয়ালের নাম কী?
উত্তরঃ হামলোগ।

৯) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পরিষ্কার নদীর নাম কী?
উত্তরঃ উমনগোট ভারতের সবচেয়ে পরিষ্কার নদী, এর জল এতটাই স্বচ্ছ যে নদীর তলদেশের অংশ পরিষ্কার দেখা যায়।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতের সবচেয়ে প্রশস্ত ও গভীরতম নদীটির নাম কী?
উত্তরঃ ভারতের সবচেয়ে প্রশস্ত ও গভীরতম নদীটির নাম হলো ব্রহ্মপুত্র।