GK প্রশ্ন: ভারতের মানচিত্রের সাথে শ্রীলঙ্কাকে সবসময় দেখানো হয় কেন জানেন? 

যে কারণে শ্রীলঙ্কাকে ভারতের ম্যাপের সাথে দেখানো হয়?

General Knowledge Quiz : আপনি যখনই ভারতীয় ম্যাপের ছবি দেখে থাকবেন, অবশ্যই তার নিচে ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকেও দেখবেন। কিন্তু কখনো ভেবেছেন যে সবসময় ভারতের ম্যাপের সাথে শ্রীলঙ্কাকে দেখানো হয় কেন? এর উত্তর যদি না জানা থাকে, এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দন হয়? 
উত্তরঃ একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিটে ৭২ বার স্পন্দন হয়।

২) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? 
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হল সাদা গলা মাছরাঙ্গা (White-throated Kingfisher)।

Image

৩) প্রশ্নঃ ভারতের মোপলা (Mopla) উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? 
উত্তরঃ কেরল রাজ্যে মোপলা উপজাতি দেখা যায়।

৪) প্রশ্নঃ সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্রগ্রহ (Venus) সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ।

৫) প্রশ্নঃ ভারতীয় ইতিহাসে কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত? মোঃ বিন তুঘলক
উত্তরঃ মোহাম্মদ বিন তুঘলক (Muhammad Bin Tughlaq) পাগলা রাজা নামে পরিচিত ছিল।

Image

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন দুটি শহরকে যমজ শহর বলা হয়? 
উত্তরঃ হাওড়া ও কলকাতাকে পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয়।

৭) প্রশ্নঃ ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহটির নাম কি ছিল? 
উত্তরঃ বিখ্যাত জ্যোতির্বিদ আর্যভট্টের নামানুসারে আর্যভট্ট (Aryabhata) ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ।

৮) প্রশ্নঃ আমরা আমাদের মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করতে পারি? 
উত্তরঃ একজন সাধারণ মানুষ জীবনদশায় তার মস্তিষ্কের মাত্র ১০% ব্যবহার করতে পারে।

৯) প্রশ্নঃ জানেন কত সালে ক্যালকাটা থেকে কলকাতা (Kolkata) নামকরণ করা হয়? 
উত্তরঃ ২০০১ সালে ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ হয়।

Image

১০) প্রশ্নঃ ভারতের মানচিত্রের সাথে শ্রীলঙ্কাকে (Sri Lanka) সবসময় দেখানো হয় কেন জানেন? 
উত্তরঃ সামুদ্রিক আইনে বলা হয়েছে, কোনো দেশের সীমানা যদি সমুদ্র দ্বারা বেষ্টিত হয়, তাহলে ৩৭০ কিলোমিটার পর্যন্ত সমুদ্র এলাকা সে দেশের সমুদ্র এলাকা হিসেবে বিবেচিত হবে। ভারতের এই সামুদ্রিক সীমান্তের মধ্যে শ্রীলঙ্কাও আসে (১৮ কিমি)। তাই সমুদ্র আইনের কারণে, ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।