Indian coins: জানেন ভারতীয় কয়েনে এরকম চিহ্ন থাকে কেন, এর অর্থ কি?

Indian coins: টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে খুচরা পয়সা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কয়েনগুলি কখনো ভালো করে লক্ষ্য করে দেখেছেন কি, সাল লেখার পাশাপাশি আরো কিছু চিহ্ন থাকে। জানেন এই চিহ্ন গুলির অর্থ কি? কয়েনের মূল্য এবং অশোক স্তম্ভ (Ashoka pillar) ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। কয়েনটি দেখে বলে দেয়া যেতে পারে, দেশের কোন টাঁকশালে (mint) সেটি তৈরি হয়েছে।

জানিয়ে রাখি, কলকাতার তারাতলা টাঁকশালটি হলো ভারতের প্রথম টাঁকশাল। ১৭৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যেহেতু এটি দেশের প্রথম টাঁকশাল তাই এর গুরুত্ব বোঝাতে আলাদা করে কোন প্রতীকি চিহ্নের ব্যবহার হয় না। শুধু কয়েন তৈরির বছর লেখা থাকে। তাই কোনও প্রতিটি চিহ্ন ছাড়াই কয়েন দেখলে বুঝবেন সেটি কলকাতা টাঁকশালে তৈরি।

Image

দেশের দ্বিতীয় টাঁকশালটি প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে মুম্বাইয়ে। কয়েনে নিচে যদি হীরক চিহ্ন থাকে তাহলে বুঝে নিতে হবে সেটি মুম্বাইয়ে তৈরি হয়েছে। ১৯৯৫ সালে বোম্বে শহরের নাম পরিবর্তন করে মুম্বাই রাখা হয়। তাই কোনও কয়েনে ইংরেজিতে ‘B’ লেখা থাকে তাহলে সেটি মুম্বাইয়ে তৈরি। আর যদি ‘M’ লেখা থাকে তাহলে সেটি শহরের নাম পরিবর্তনের পর। 

Image

১৯০৩ সালে দেশের তৃতীয় টাঁকশালটি তৈরি হয় হায়দ্রাবাদে। কোন কয়েনের নিচে যদি নক্ষত্র বা অর্ধেক হীরকখন্ড চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে সেটি হায়দ্রাবাদে তৈরি। তৎকালীন নিজাম সরকার এই টাঁকশালটি প্রতিষ্ঠা করেছিলেন।

Image

দেশের চতুর্থ টাঁকশালটি রয়েছে উত্তরপ্রদেশে নয়ডায়, যা ১৯৮৪ সালে স্থাপিত হয়। কোনও কয়েনে নিজে যদি গোল বিন্দু থাকে, তাহলে বুঝতে হবে সেটি নয়ডার টাঁকশালে তৈরি।

Image

জানিয়ে রাখি সব কয়েনই দেশীয় টাঁকশালে তৈরি হয়নি। মুদ্রা উৎপাদনের ঘাটতি দেখা দিলে ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত একাধিকবার লন্ডন, কানাডা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সিওল, রাশিয়ার টাঁকশালে তৈরি কয়েনও আমদানি করেছে ভারত।