চোখের ধাঁধা: কেবল ২০% মানুষই ছবিটির মধ্যে লুকিয়ে থাকা বিড়ালটি খুঁজে পাবেন!

Optical illusion: সোশ্যাল মিডিয়ায় আজকাল নানান ধরনের ছবি পোস্ট হয় এর মধ্যে, অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি মজাদার (funny) ও আকর্ষণীয় (interesting) হয়ে থাকে। কখনো লুকিয়ে থাকা বস্তুটি খুঁজতে হয় আবার কখনো কখনো পার্থক্যগুলি চিহ্নিত করতে হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।

উপরে শেয়ার করা ছবিটি একটি বাড়ির উঠানের মধ্যে, যেখানে একজন লোক ও তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের পাশেই রয়েছে একটি কুকুর। দেওয়ালে ঝুলছে ক্যালেন্ডার ও ঘড়ি। বাড়িটির পরিবেশ মনোরম ও সুন্দর। তবে এরই মধ্যে কোথাও একটি লুকিয়ে রয়েছে বিড়াল। 

Image

দাবি করা হয়েছে, কেবল ২০% মানুষই ছবির মধ্যে লুকিয়ে থাকা বিড়ালটি খুঁজে পেতে সক্ষম। তবে যাদের দৃষ্টিশক্তি ভালো, তারা সহজেই বিড়ালটিকে খুঁজে পেয়েছেন। তবে অধিকাংশই দাবী করেছেন ছবির মধ্যে কোনো বিড়াল নেই। যাইহোক আপনি কি খুঁজে পেয়েছেন?

প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখুন। আসলে এ জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যে আপনার ভাবনার চেয়েও সূক্ষ্ম। লোকটির হাতে যে বাজারের থলি রয়েছে, তার মধ্যেই আঁকা রয়েছে একটি বিড়াল। এবার আপনার সুবিধার্থে নিজের হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হল।

Image

তবে নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। অপটিক্যাল ইলিউশন সমাধানের জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, ভিন্নভাবে চিন্তা করলেই হবে। ধাঁধার সমাধান করতে অনেকেই পছন্দ করেন। এর ফলে দৃষ্টিশক্তির পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতাও বৃদ্ধি পায়।