আমরা গ্যাসে তো রান্না করি, কিন্তু সিলিন্ডার কেন গোলাকার হয় জানেন?

Gas Cylinder: আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রান্নার গ্যাস সিলিন্ডার। তবে এর আকৃতি নিয়ে অনেকের মনে নানারকম প্রশ্ন রয়েছে। তা আপনি কী কখনও ভেবে দেখেছেন এই সিলিন্ডার কেন গোলাকার হয়? এলপিজি সিলিন্ডার হোক বা অক্সিজেন সিলিন্ডার, দুটোই গোলাকার আকৃতির হয়। এটাকে শুধু গোলাকার বানানোই নয়, সিলিন্ডারকে গোলাকার বানানোর পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ।  

সিলিন্ডার গোলাকৃতি করার পেছনের কারণ হল চাপ। যখন একটি তরল বা গ্যাস একটি পাত্রে বা ট্যাঙ্কে রাখা হয়, তখন এটি তার কোণে সর্বোচ্চ চাপ দেয়। এই অবস্থায়, যদি সিলিন্ডারটি বর্গাকার হয়, তবে এটি অবশ্যই ৪টি কোণ থাকবে। এ কারণে ভেতরে প্রচণ্ড চাপ জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

ছোট হোক বা বড় হোক সব ধরনের LPG সিলিন্ডারই প্রায় একই রকমের হয় অর্থাৎ গোলাকার। এর পেছনে রয়েছে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক কারণ। সিলিন্ডার গোলাকৃতি হওয়ায় এর উপরে যতখুশি চাপ প্রয়োগ করা যায়। ফলে ফেটে যাওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না এই সিলিন্ডারের। 

গোলাকৃতি হওয়ায় প্রয়োজন মতো গ্যাস কিংবা তরল সিলিন্ডারে প্রবেশ করানো যায়। এতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না বললেই চলে। সাধারণত এই কারনের জন্যই সিলিন্ডার গোলাকৃতি হয়। তবে শুধু এই কারন নয় আরও কিছু কারন রয়েছে। 

সিলিন্ডার বয়ে নিয়ে যেতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায়। উঁচু বিল্ডিং থেকে শুরু করে গৃহস্থের বাড়িতেও সিলিন্ডার পৌঁছে দিতে হয়। সিলিন্ডারের গোলাকার আকৃতির কারণে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। এ কারণেও গ্যাস সিলিন্ডারটি গোলাকার হয়।