VIP এর অর্থ কী? জানেন ভারতে কারা কারা ভিআইপি ব্যক্তির মর্যাদা পান?

VIP: ভিআইপি এবং ভিভিআইপি এই শব্দগুলো আপনি নিশ্চয় শুনেছেন। এই সকল ব্যক্তিদের সাথে ভালো আচরণ করা হয় এবং সর্বাধুনিক সুবিধা বা পরিষেবা দেওয়া হয়। বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তাদের জন্য আলাদা দরজা এবং আসনের ব্যবস্থা করা হয়। ভিআইপিদের কাছাকাছি কোন সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না।

ভিআইপিদের নিরাপত্তার ব্যাপারে খুবই কড়া নজর রাখা হয়। এভাবে সামরিক ও রাজনৈতিক সেক্টরে ভিআইপিদের দেহরক্ষীও থাকে। ভিআইপি ও ভিভিআইপি এর মধ্যে পার্থক্য কি? যে সকল মানুষদের সমাজে প্রভাব বেশি তাদের ভিআইপি নিরাপত্তা দেওয়া হয়। কেন্দ্রের ক্ষেত্রে এই নিরাপত্তার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার।

Image

  • ভিআইপি মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি (very important person) আর ভিভিআইপি মনে আরও খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি (very very important person)।
  • ভিআইপি একজন সাধারণ ব্যক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, সে ক্ষেত্রে ভিভিআইপি আরো অনেক স্পেশাল।
  • ভিআইপিদের সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়। অন্যদিকে ভিআইপি-র থেকে ভিভিআইপিদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়।  

দেখে নেওয়া যাক, ভারতে কারা কারা ভিআইপি ব্যক্তির মর্যাদা পান..

  • রাষ্ট্রপতি
  • উপরাষ্ট্রপতি
  • গভর্নর
  • রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভার স্পিকার
  • সংসদ সদস্য
  • বিধায়ক
  • আইনসভার কাউন্সিলর
  • পৌর কাউন্সিলর
  • IAS, IPS, ICS, IRS অফিসার
  • তালুম/গ্রাম পঞ্চায়েত সদস্য
  • বিভিন্ন রাজনৈতিক দলের নেতা
  • প্রধান বিচারপতি
  • সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি
  • সেলিব্রিটি
  • মিডিয়া ব্যক্তি এবং সম্পাদক 

Image

ভিভিআইপি নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত ইন্টেলিজেন্স ব্যুরো (IB) কর্মকর্তা, স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী সমন্বয়ে গঠিত একটি কমিটি দ্বারা নেওয়া হয়। কখনো কখনো রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতে ভিভিআইপিকে নিরাপত্তা দেওয়া হয়। ভিভিআইপিদের এসপিজি এবং এনএসপিজি নিরাপত্তা দেওয়া হয়। এদিকে Z+ ক্যাটাগরির ভিআইপিদের এমএসজি নিরাপত্তা দেওয়া হয়।