অরিজিৎ গান গাওয়ার সময় সর্বদাই মাথায় পাগড়ি পরেন কেন, জানলে অবাক হবেন

অরিজিতের গলায় সাধারণ গানও যেন অসাধারণ হয়ে ওঠে। গত ২৫শে এপ্রিল তার ৩৬তম জন্মদিন পালন করেছেন এই বিখ্যাত গায়ক। আসলে অরিজিৎ প্রথম থেকেই তার ব্যক্তিগত জীবনকে সব সময় পর্দার আড়ালে রাখতেই ভালোবাসেন। তার অতি সাধারণ জীবন যাপনের ফলে নেটিজেনদের নজর কাড়েন। দেশ হোক বা বিদেশ সর্বত্রই অরিজিৎ এর গান মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন শ্রোতারা। 

অরিজিতের লাইভ কনসার্টে পারফরম্যান্সের সময় একটি জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার মাথার পাগড়ি। যদিও অতীতে এমন দৃশ্য দেখা যায়নি। তাই আমাদের মনে প্রশ্ন জাগে তা হল, এটা কী শুধুই স্টাইল নাকি পাগড়ির পিছনে রয়েছে কোনও বিশেষ গল্প? এবার জেনে নেওয়া যাক অরিজিৎ সিং গান গাওয়ার সময় সর্বদাই মাথায় পাগড়ি পরেন কেন।  

মার্ডার ২-এর ‘ফির মহাব্বতে’ গানে কন্ঠ দিয়ছিলেন অরিজিত। কিন্তু তার ক্যারিয়ারের গ্রাফ ওপরে ওঠতে শুরু করে, ‘মেরি আশিকি তুম হি হো’ গানটি গেয়ে একরাতেই স্টার বনে যান অরিজিৎ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ফেম গুরুকুলের একজন ব্যর্থ প্রতিযোগী থেকে আজকে দেশের সর্বশ্রেষ্ঠ গায়ক হয়ে ওঠার পথটা অরিজিতের পক্ষে খুব একটা শহর ছিল না।

২০২১ সাল নাগাদ দেশে করোনাকালে এ প্রথমবার অনলাইন কনসার্টে পাগরি বেঁধে দেখা যায় অরিজিৎকে। তার কয়েক দিন আগেই তার মা পরোলোক গমন করেন। সেই সময়েই নিজের বাড়ি, জিয়াগঞ্জ থেকে অনলাইন কনসার্ট করেন অরিজিৎ। ওই কনসার্টেই মাথার পাগড়ি নেটিজেনদের নজর কাড়ে।

এরপর থেকেই বেশিরভাগ কনসার্টে তাকে পাগড়ি পরিহিত অবস্থাতেই দেখা যায়। আসলে অরিজিৎ জন্মসূত্রে একজন শিখ। তাঁর মা একজন বঙ্গ নারী বাবা হলেন কক্কর সিং। অর্থাৎ করোনাকালে অরিজিৎ যখন মুম্বাই থেকে যখন নিজের শহর জিয়াগঞ্জে আসেন তারপর থেকেই তিনি শিখদের রীতিনীতি মেনে পাগড়ি পরেন।

Image

তবে অরিজিতের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয় ‘আশিকি টু’ ছবির গান। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে প্লেব্যাক গাওয়ার প্রস্তাব এসেছে তার কাছে। সেই সঙ্গে বিভিন্ন গানের কনসার্ট থেকেও তিনি প্রচুর অর্থ এবং ভক্তদের ভালবাসা পাচ্ছেন।