ইন্টারভিউ প্রশ্ন: মেয়েদের শরীরের কোন অংশটি দিনে ছোটো থাকে, রাতে বড় হয়ে যায়?

জানেন কী শরীরের কোন অঙ্গ দিনে ছোট ও রাতে বড় হয়ে যায়

Interview Questions: ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যার জন্য অস্বস্তি ও বিভ্রান্তিতে পড়তে হয় সেই প্রার্থীকে। প্রশ্ন শুনতে খুব কঠিন লাগলেও তার উত্তর হয় জলের মতন সোজা। ইন্টারভিউ যারা নেন তারা মাঝেমধ্যে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করতে এমন কিছু প্রশ্ন করেন যা বেশ অস্বস্তিকর। আজকের প্রতিবেদনে রইল তেমনি কিছু প্রশ্ন ও তার উত্তর যা এর আগে বহুবার জিগ্যেস করা হয়েছিল ইন্টারভিউতে।

১) প্রশ্নঃ ভারতের সবচেয়ে কোন রাজ্যে বেশি চন্দন গাছ রয়েছে?
উত্তরঃ কর্ণাটক।

২) প্রশ্নঃ বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
উত্তরঃ নেপচুন।

৩) প্রশ্নঃ হাওয়া মহল (Hawa Mahal) তৈরি করেন কে?
উত্তরঃ মহারাজা প্রতাপ সিং।

৪) প্রশ্নঃ ভারতের একটি মিষ্টি জলের হ্রদের নাম?
উত্তরঃ উলার হ্রদ (Wular Lake)।

৫) প্রশ্নঃ বাংলার প্রাচীনকালে নাম কি ছিল?
উত্তরঃ গৌড়।

৬) প্রশ্নঃ রাজস্থানের প্রধান নদীর নাম কি?
উত্তরঃ লুনি (Luni River)।

৭) প্রশ্নঃ রামায়ণ কয়টি খন্ডে সমাপ্ত হয়েছে?
উত্তরঃ সাতটি।

৮) প্রশ্নঃ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং (Lord Canning)।

৯) প্রশ্নঃ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ মাষ্টারদা সূর্য সেন (Surya Sen), ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত। 

১০) প্রশ্নঃ বাংলার প্রথমমুদ্রণ খানা কোথায় অবস্থিত ছিল?
উত্তরঃ হুগলি।

১১) প্রশ্নঃ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তার নাম কি?
উত্তরঃ প্ল্যাটফর্ম।

১২) প্রশ্নঃ ভারতের কটি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?
উত্তরঃ পাঁচটি।

১৩) প্রশ্নঃ ‘সত্যমেব জয়তে’ (Satyameva Jayate) কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ মুণ্ডক উপনিষদ।

১৪) প্রশ্নঃ মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত হয়?
উত্তরঃ লিভার (Liver)।

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশটি দিনে ছোটো থাকে, রাতে বড় হয়ে যায়?
উত্তরঃ চোখের কর্ণিয়া। এটি ছেলেমেয়ে নির্বিশেষে সকলেরই হয়। (বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছিল)