GK কুইজ : পশ্চিমবঙ্গে বাংলা ছাড়া দ্বিতীয় সরকারি ভাষা কোনটি?

পশ্চিমবঙ্গের দ্বিতীয় সরকারি ভাষা কোনটি জানেন?

General Knowledge Quiz : প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে বড় কোনো পদে চাকরি করা। এর জন্য তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন, পুস্তক, কুইজ ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা তাদের জন্য অনেক সহায়ক হতে পারে। এবার বিস্তারিতভাবে দেখে নিন…

১) প্রশ্নঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
উত্তরঃ ৭৭.০৮%।

২) প্রশ্নঃ চীনের কোন স্থানে মারণ রোগ করোনা ভাইরাসের (Corona Virus) কেন্দ্রভূমি?
উত্তরঃ য়ুহান।

৩) প্রশ্নঃ WWF অর্থাৎ ওয়ার্ল্ড লাইফ ফান্ডের লোগোতে কোন বিলুপ্ত প্রাণীর ছবি ব্যবহৃত হয়?
উত্তরঃ জায়ান্ট পান্ডা।

৪) প্রশ্নঃ ওজোন স্তর কীভাবে পৃথিবীকে রক্ষা করে করছে?
উত্তরঃ সূর্য থেকে আসা বেশিরভাগ অতিবেগুনি রশ্মি (Ultraviolet Rays) থেকে ওজোন স্তর পৃথিবীকে রক্ষা করছে।

৫) প্রশ্নঃ জানেন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তরঃ গডউইন অস্টিন (K2) হল ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৮,৬১১ মিটার। এছাড়া এটি মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।

৬) প্রশ্নঃ আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কখন?
উত্তরঃ উদ্ভিদের সালোকসংশ্লেষ চলাকালীন।

৭) প্রশ্নঃ বীরবল কোন রাজার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন?
উত্তরঃ আকবরের রাজসভার মন্ত্রী ছিলেন বীরবল (Birbal)।

৮) প্রশ্নঃ কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়?
উত্তরঃ অ্যালান অক্টাভিয়ান হিউম (Allan Octavian Hume), যিনি ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন।

৯) প্রশ্নঃ আলেকজান্ডার (Alexander) ভারতে কত দিন ছিলেন?
উত্তরঃ ১৯ মাস।

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে (West Bengal) বাংলা ছাড়া দ্বিতীয় সরকারি ভাষা কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের বাংলা ছাড়া দ্বিতীয় সরকারি ভাষা হল ইংরেজি।