GK প্রশ্ন : জানেন ভারতের কোন রাজ্যে ৫টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?

ভারতের একমাত্র রাজ্য কোনটি যেখানে ৫টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে

General Knowledge Quiz : দেশের এক প্রান্ত থেকে অনুপ্রান্তে পৌঁছানোর জন্য এরোপ্লেনের চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না। তাই এখন সারাদেশে ছোট বড় অনেক বিমানবন্দর রয়েছে। তবে আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ মহাকাশে কোন দেশের সবথেকে বেশি স্যাটেলাইট আছে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি স্যাটেলাইট আছে।

Image

২) প্রশ্নঃ পৃথিবীতে কোন প্রাণী সবথেকে বেশি পরিশ্রম করে?
উত্তরঃ পিঁপড়ে সবচেয়ে বেশি পরিশ্রমী প্রাণী।

৩) প্রশ্নঃ কুকুরে কামড়াবার কতদিন পরে জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দেয়?
উত্তরঃ কুকুরে কামড়ানোর ১০ দিন থেকে ১ বছরের মধ্যে জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দেয়।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে গরিবদের ফ্রিতে ইন্টারনেট দেওয়া হয়?
উত্তরঃ কেরল রাজ্যে গরিবদের ফ্রিতে ইন্টারনেট দেওয়া হয়।

৫) প্রশ্নঃ রামধনুতে সবার উপরে কোন রঙটি থাকে?
উত্তরঃ রামধনুর সবার উপরে লাল রঙটি থাকে।

Rainbow

৬) প্রশ্নঃ মহাকাশে ভারতের মোট কতগুলি স্যাটেলাইট আছে?
উত্তরঃ মহাকাশে ভারতের মোট স্যাটেলাইটের সংখ্যা ১১৮টি।

৭) প্রশ্নঃ একটা মানুষের সাথে একটা জোঁকের ডিএনএর কত শতাংশ মিল আছে?
উত্তরঃ প্রায় ৭০ শতাংশ মিল আছে।

৮) প্রশ্নঃ রাত্রিকালীন যুদ্ধকে এককথায় কী বলা হয়?
উত্তরঃ রাত্রিকালীন যুদ্ধকে এককথায় বলা হয় সৌপ্তিক।

৯) প্রশ্নঃ ‘তরল সোনা’ কাকে বলা হয়?
উত্তরঃ আসলে পেট্রোলিয়ামকে ‘তরল সোনা’ বলা হয়।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতের কোন রাজ্যে মোট পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
উত্তরঃ উত্তরপ্রদেশ রাজ্যে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। লখনৌ, বেনারস, কুশীনগর, অযোধ্যা ও নয়ডা বিমানবন্দর।