ভারতের এই প্রতিবেশী দেশটিতে প্রতি ১৪ ঘণ্টায় একটি করে সন্ত্রাসী হামলা হয়

প্রতি ১৪ ঘণ্টায় একটি সন্ত্রাসী হামলা হয়, জানেন সেটা কোন দেশ?

Terrorist Attack: সন্ত্রাসে আক্রান্ত দেশগুলোর কথা বলা হলে আফগানিস্তান থেকে সোমালিয়া এবং বুরকিনা ফাসো থেকে মালি পর্যন্ত অনেক দেশের নাম উঠে আসবে। যেখানে প্রতি সপ্তাহে কোনো না কোনো সন্ত্রাসী ঘটনা ঘটবেই।

কিন্তু বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে প্রতি ১৪ ঘণ্টায় একটি করে সন্ত্রাসী হামলা হয়। শুধু তাই নয়, প্রতিবছরই ধ্বংসযজ্ঞ বাড়ছে। নাম জানলে হয়ত চমকে যাবেন। পরিস্থিতি দেখে বলবেন, এটা সন্ত্রাসী দেশে পরিণত হওয়ার পথে।

Image

কয়েক মাস আগে সন্ত্রাসবাদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এতে আফগানিস্তানকে এক নম্বরে রাখা হয়েছে। তারা ১০ এর মধ্যে ৮.৮২ পয়েন্ট। এর পর রয়েছে বুরকিনা ফাসো, সোমালিয়া, মালি, সিরিয়া, পাকিস্তান, ইরাক, নাইজেরিয়া ও মিয়ানমার। পাকিস্তান ছয় নম্বরে রয়েছে এবং এর র‌্যাঙ্কিং ৮.১৬।

গত বছর পাকিস্তানে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। ২০২৩ সালে আগের বছরগুলোর তুলনায় ৭০ শতাংশ বেশি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এর মধ্যে মৃতের সংখ্যা ৮১ শতাংশ বেশি। যেখানে আহতের সংখ্যা ৬২ শতাংশ বেশি।

Image

প্রতিবেদনে দেখা যায় যে ২০২৩ সালে পাকিস্তানে কমপক্ষে ৬৪৫টি সন্ত্রাসী হামলা হয়েছিল, যেখানে ৯৭৬ জন নিহত এবং ১,৩৫৪ জন আহত হয়। তার মানে প্রতি ১৪ ঘন্টায় একটি করে সন্ত্রাসী হামলা হয়েছে এবং মানুষ প্রাণ হারিয়েছে।

মনে করা হচ্ছে, তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে ধ্বংসযজ্ঞ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশের নিরাপত্তা বাহিনী বছরে শত শত হামলা ও প্রচেষ্টা ব্যর্থ না করলে আরো অনেক মানুষ নিহত বা আহত হতো। আরও দাবি করা হয়েছে যে অধিকাংশ হামলা পাকিস্তানি তালিবান দ্বারা পরিচালিত হয়েছে।